শুভব্রত মুখার্জি: আইপিএলের ১৫ মরশুমের মধ্যে পাঁচবার ফাইনালে খেলেছেন ঋদ্ধিমান সাহা। তবে জয়ী দলের সদস্য থাকার সুযোগ পেয়েছেন দু'বার। একবার চেন্নাই সুপার কিংস দলের হয়ে। আর দ্বিতীয়বার জয়ের স্বাদ পেলেন সদ্য আইপিএলে অভিষেকেই ফাইনালে খেলা গুজরাট টাইটানস দলের হয়ে। ফাইনালে রান তাড়া করার সময়তে ৭ বলে ৫ রান করে আউট হয়ে যান তিনি। তবে তিনি রান না পেলেও দল যেহেতু জয় পেয়েছে ফলে স্বাভাবিকভাবেই খুশি তিনি এমনটাই জানিয়ে দিলেন ঋদ্ধিমান সাহার ঘরণী রোমি মিত্র।
প্রসঙ্গত কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে ফাইনালে পঞ্জাবের হয়ে শতরান করেও ম্যাচ জেতাতে পারেননি তার দলকে, সেই আক্ষেপ থাকল না ঋদ্ধির। গতকাল রাতে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৭ উইকেটে ফাইনাল জিতেছে তার দল গুজরাট টাইটানস। ফাইনাল জয়ের পরে আগামী ১ জুন কলকাতায় ফিরছেন ঋদ্ধিমান সাহা। সিএবির থেকে তিনি এই সময়তেই এনওসি নিয়ে অন্য রাজ্যের হয়ে পরের মরশুমে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। প্রায় ২ মাস ধরে চলার পরে শেষ হয়েছে আইপিএলের মরশুম। খেতাব জয় করেছে। রবিবারের ফাইনালে ঋদ্ধিমানের রান না পাওয়া নিয়ে একেবারেই চিন্তিত নন তার স্ত্রী রোমি সাহা। তার স্পষ্ট মত ঋদ্ধিমান ব্যাটে রান পেল কিন্তু দল জিততে পারল না তাহলে তো সেই রানের কোনও গুরুত্বই নেই। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে ঋদ্ধি একেবারেই চিন্তিত নন।
এই সময় ডিজিটালকে এক সাক্ষাৎকারে রোমি মিত্র জানিয়েছেন 'গুজরাট একটা দল হিসেবে খেলেছে। ঋদ্ধিমান এই দলের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছে। এটা তো হতেই পারে যে সবাই সবসময় রান পাবে না। তাই না? গত ৮ ম্যাচে গুজরাট দলে অনেকেই তো রান পাননি। তাতে কী হয়েছে? টুর্নামেন্ট জয়ের পর দলের সিইও ওকে কোলে তুলে নেচেছে। সিইওর বক্তব্য দলকে চ্যাম্পিয়ন করার জন্য যে অবদান রয়েছে ঋদ্ধির তা কখনই অস্বীকার করা যাবে না।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।