আইপিএলের আগে ডিওয়াই পাতিল টি-২০ কাপে জোর লড়াই চালাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। ব্যাট-বলের জোর টক্কর চলছে টুর্নামেন্টে। যদিও টুর্নামেন্ট যত গড়াচ্ছে, একে একে বিদায় নিতে হচ্ছে তারকা ক্রিকেটারদের।
ইন্ডিয়ান অয়েল বনাম ডিওয়াই পাতিল গ্রুপ-এ:
হাই-স্কোরিং কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান অয়েলকে ৪ উইকেটে হারিয়ে দিয়ে সেমিফাইনালে ওঠে ডিওয়াই পাতিল গ্রুপ-এ। প্রথমে ব্যাট করে ইন্ডিয়ান অয়েল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। যশস্বী জসওয়াল ৮টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৪ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৩২ বলে ৬১ রান করেন আদিত্য তারে। তিনি ৬টি চার ও ৩টি ছক্কা মারেন।
পালটা ব্যাট করতে নেমে ডিওয়াই পাতিল গ্রুপ-এ ১৯ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ৯টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ১০০ রান করেন নৌশাদ শেখ। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৭ বলে ৪৯ রান করেন আমন হাকিম খান। প্রিয়ম গর্গ ১৬, আব্দুল সামাদ ২২ ও রাহুল তেওয়াটিয়া ১০ রান করেন।
বিপিসিএল বনাম রিলায়েন্স-১:
অপর কোয়ার্টার ফাইনালে বিপিসিএলকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে ওঠে রিলায়েন্স-১। শুরুতে ব্যাট করে বিপিসিএল ২০ ওভারে ১৬৩ রানে অল-আউট হয়। অখিল হারওয়াদকর ৩৪ বলে ৫৭ রান করেন। মারেন ৬টি চার ও ৩টি ছক্কা। রাহুল ত্রিপাঠী ১৮, শ্রেয়স গোপাল ৩৫ ও মণীশ পান্ডে ৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে রিলায়েন্স ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৪ রান তুলে নেয়। লুবনিথ সিসোদিয়া ৩৫ বলে ৭১ রান করেন। মারেন ৫টি চার ও ৬টি ছক্কা। হৃত্বিক শোকিন ৩৫ ও তিলক বর্মা ২৮ রান করেন।
টাটা স্পোর্টস ক্লাব বনাম ক্যাগ:
আরও একটি হাই-স্কোরিং কোয়ার্টার ফাইনালে ক্যাগকে ৪ উইকেটে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় টাটা স্পোর্টস ক্লাব। প্রথমে ব্যাট করে ক্যাগ ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৫ রান তোলে। নিশ্চিত শতরান হাতছাড়া করেন আনমোলপ্রীত সিং। তিনি ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৯৮ রান করে আউট হন।
পালটা ব্যাট করতে নেমে টাটা স্পোর্টস ক্লাব ১৯.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলে ম্যাচ জিতে যায়। সামর্থ ব্যাস ২৯, সুজিত নায়েক ৩৮ ও সোহরাব ৩৮ রান করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।