মহিলা টি-২০ বিশ্বকাপের নক-আউটে উত্তেজক ম্যাচ জেতা অভ্যাসে পরিণত করেছে অস্ট্রেলিয়া। যখনই মনে হয় ম্যাচের রাশ প্রতিপক্ষ দলের হাতে, অস্ট্রেলিয়া স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রেখে ম্যাচ নিজেদের অনুকূলে টেনে নেয়। ফিফটি-ফিফটি ম্যাচে আধিপত্য কায়েম করতে অজিদের জুড়ি নেই।
৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নক-আউট পর্যায়ে যতগুলি টানটান ম্যাচ জিতেছে, তাতেই বোঝা যায় বড় মঞ্চে চাপ সহ্য করার ক্ষমতায় বাকিদের থেকে কত এগিয়ে তারা। বৃহস্পতিবার চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া। উল্লেখযোগ্য বিষয় হল, টি-২০ বিশ্বকাপের নক-আউটে এর থেকেও কম রানে ম্যাচ জয়ের নজির রয়েছে তাদের।
২০১০ সালের মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৩ রানের অতি সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া। এটিই এখনও পর্যন্ত মহিলা টি-২০ বিশ্বকাপের নক-আউটের ইতিহাসে সব থেকে কম রানে ম্যাচ জয়ের রেকর্ড।
সেই ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১০৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২০ ওভারে ৬ উইকেটে ১০৩ রানে আটকে যায়।
পরে ২০১২ সালের মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৪ রানের সংক্ষিপ্ত ব্যবধানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪২ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৮ রানে আটকে যায়।
উল্লেখ্য, এবার চলতি মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ৪ উইকেটে ১৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত আটকে যায় ৮ উইকেটে ১৬৭ রানে। ৫ রানে ম্যাচ জিতে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া।
মাঝে ২০১৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে এবং ২০২০ সালের মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া।
মহিলা টি-২০ বিশ্বকাপের নক-আউটে সব থেকে কম রানে ম্যাচ জয়ের তালিকা:-
১. ২০১০ সালের ফাইনালে নিউজিল্যান্ডকে ৩ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া।
২. ২০১২ সালের ফাইনালে ইংল্যান্ডকে ৪ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া।
৩. ২০১৬ সালের সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া।
৪. ২০২০ সালের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া।
৫. ২০২৩ সালের সেমিফাইনালে ভারতকে ৫ রানে পরাজিত করে অস্ট্রেলিয়া।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।