বাংলা নিউজ > ময়দান > দলীপের পঞ্চিমাঞ্চলের দলে রুতু, যশস্বী, বাদ পড়লেন তুষার দেশপাণ্ডে, উত্তরাঞ্চলের টিমে নেই যশ ধুল

দলীপের পঞ্চিমাঞ্চলের দলে রুতু, যশস্বী, বাদ পড়লেন তুষার দেশপাণ্ডে, উত্তরাঞ্চলের টিমে নেই যশ ধুল

রুতুরাজ গায়কোয়াড় এবং যশস্বী জয়সওয়াল।

পশ্চিমাঞ্চলের দলীপের দলে যশস্বী এবং রুতুরাজের অন্তর্ভুক্তি কী এটারই ইঙ্গিত যে, তাঁদের ক্যারিবিয়ান টেস্টের জন্য বাছাই করা নাও হতে পারে! কারণ পশ্চিমাঞ্চল তাদের প্রথম ম্যাচ ৫ জুলাই থেকে খেলবে। উইন্ডিজের বিরুদ্ধে ১২ জুলাই থেকে প্রথম টেস্ট শুরুর কথা। যার জন্য ভারতীয় দল জুলাইয়ের প্রথম সপ্তাহে রওনা হবে।

ইশান কিষাণ দলীপ ট্রফি খেলতে রাজি না হলে কী হবে, যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়রা কিন্তু দলীপে অংশ নিচ্ছে। এবং নিজেদের প্রমাণ করতে মুখিয়ে রয়েছে। দলীপে পশ্চিমাঞ্চলের জন্য নির্বাচকেরা বৃহস্পতিবার যে দল ঘোষণা করেছেন, তাতে দেখা দেখা গিয়েছে যশস্বী এবং রুতুরাজ দলে রয়েছেন। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য এই দুই তারকাকে দলে রাখার কথা চলছে। এ দিকে প্রিয়ঙ্ক পাঞ্চালকে দলীপ ট্রফির জন্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পশ্চিমাঞ্চলের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

শোনা যাচ্ছিল, যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড় উভয়কেই ওয়েস্ট ইন্ডিজের আসন্ন সফরের জন্য ভারতের টেস্ট দলে নেওয়া হতে পারে। যা নিয়ে জল্পনাও চলছে। কারণ এই মাসের শুরুতে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের জন্য রিজার্ভ দলে ছিলেন এই জুটি। যদিও রুতুরাজ গায়কোয়াড় মার্কি সংঘর্ষের ঠিক আগে তাঁর বিয়ের কারণে ম্যাচটি এড়িয়ে যান।

তবে পশ্চিমাঞ্চলের দলীপ ট্রফির স্কোয়াডে যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়ের অন্তর্ভুক্তি কী এটারই ইঙ্গিত যে, তাঁদের ক্যারিবিয়ান টেস্টের জন্য বাছাই করা নাও হতে পারে! কারণ পশ্চিমঞ্চল তাদের প্রথম ম্যাচটি ৫ জুলাই থেকে খেলবে। সেই সেমিফাইনাল ম্যাচে তারা কোয়ালিফায়ার ওয়ানের বিজয়ীদের মুখোমুখি হবে।

আরও পড়ুন: জীবনের পরিবর্তন নিয়ে রহস্যময় পোস্ট কোহলির- নেটাপাড়ায় শুরু হল নতুন করে কানাঘুষো

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকাতে ১২ জুলাই থেকে প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। যার জন্য ভারতীয় দল জুলাইয়ের প্রথম সপ্তাহে সফরের জন্য রওনা হতে চলেছে। আশ্চর্যজনক ভাবে নির্বাচকেরা মুম্বইয়ের পেসার তুষার দেশপাণ্ডেকে বাদ দিয়েছেন, যিনি ২০২৩ আইপিএলে চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। তিনি ১৬ ম্যাচে ২১টি উইকেট নিয়েছিলেন। ধোনিদের আইপিএল জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন তুষার। দলে চার জন ওপেনারের মধ্যে রয়েছেন যশস্বী জয়সওয়াল, প্রিয়াঙ্ক পাঞ্চাল, রুতুরাজ গায়কোয়াড় এবং পৃথ্বী শ'।

ভারতের প্রাক্তন অনূর্ধ্ব অধিনায়ক যশ ধুল দলীপ ট্রফির জন্য মনদীপ সিং-এর নেতৃত্বাধীন উত্তরাঞ্চলের দলে জায়গা পাননি। রঞ্জিতে দিল্লির হয়ে ব্যাট হাতে ধুল খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। ১০ ইনিংসে মাত্র ২৭০ রান করতে পেরেছিলেন। তবে সুযোগ পেয়েছেন ধ্রুব শোরে এবং হর্ষিত রানা। তারা যথাক্রমে ব্যাট এবং বল হাতে চিত্তাকর্ষক পারফরম্যান্স করেছিলেন। ধ্রুব শোরে ৮৫৯ রান করেছিলেন, যার মধ্যে তিনটি সেঞ্চুরি ছিল। আর হর্ষিত রানা পাঁচ ম্যাচে ২১টি উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন: কোচ হিসেবে পন্টিংকেই রাখছে DC? পার্থ জিন্দালের কথায় মিলল ইঙ্গিত, সৌরভ কী থাকছেন?

কাগজেকলমে উত্তরাঞ্চলের স্কোয়াড বেশ শক্তিশালী। প্রশান্ত চোপড়া, প্রভসিমরান সিং এবং ধ্রুব শোরেকে তিন ওপেনার হিসেবে বাছাই করা হয়েছে। এবং মনন ভোরা ৩ নম্বর পজিশনের জন্য জায়গা খুঁজে পেয়েছেন। মিডল অর্ডারে থাকবেন হরিয়ানার অঙ্কিত কুমার এবং হিমাচল প্রদেশের অঙ্কিত কলসি।

সিম বোলিং বিভাগের নেতৃত্বে থাকবেন পঞ্জাবের অভিজ্ঞ পেসার সিদ্ধার্থ কাউল, যার মধ্যে বালতেজ সিং, বৈভব অরোরা এবং হর্ষিত রানা রয়েছেন। ভারতের স্পিনার জয়ন্ত যাদব রয়েছেন। এ ছাড়া স্পিন বিভাগে থাকছেন ইন্ডিয়া এ দলের পুলকিত নারাং এবং জম্মুকাশ্মীরের আবিদ মুস্তাক।

দলীপের পশ্চিমাঞ্চলের স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, প্রিয়াঙ্ক পাঞ্চাল (অধিনায়ক), হারভিক দেশাই (উইকেটরক্ষক), পৃথ্বী শ', হেত প্যাটেল (উইকেটরক্ষক), সরফরাজ খান, অর্পিত ভাসভাদা, অতীত শেঠ, শামস মুলানি, যুবরাজ দোদিয়া, ধর্মেন্দ্র জাদেজা, চেতন সাকারিয়া, চিন্তন গাজা, আরজান নাগওয়াসওয়ালা।

দলীপের উত্তরাঞ্চলের স্কোয়াড: মনদীপ সিং (অধিনায়ক), প্রশান্ত চোপড়া, ধ্রুব শোরে, মনন ভোরা, প্রভসিমরান সিং, অঙ্কিত কুমার, এএস কালসি, হর্ষিত রানা, আবিদ মুস্তাক, জয়ন্ত যাদব, পুলকিত নারাং, নিশান্ত সান্ধু, সিদ্ধার্থ কৌল, বৈভব অরোরা, বালতেজ সিং।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কর্মের দেবতা বিশ্বকর্মা, তাঁর পুজোয় বন্ধুকে পাঠান পুজোর শুভেচ্ছা বার্তা সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক রাশির কেমন কাটবে আজ? রইল ১৭ সেপ্টেম্বরের রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ বিশ্বকর্মা পুজোয় কারা লাকি? বিশ্বকর্মা পুজোয় ছুটি বাংলার ব্যাঙ্কে? সরকারি অফিস খোলা? রইল কলকাতা মেট্রোর সূচি ‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.