বাংলা নিউজ > টেকটক > আধার কার্ডে কতগুলি মোবাইল নম্বর রেজিস্টার আছে? দেখে নিন এভাবে, ব্লকও করতে পারেন!

আধার কার্ডে কতগুলি মোবাইল নম্বর রেজিস্টার আছে? দেখে নিন এভাবে, ব্লকও করতে পারেন!

আপনার আধার কার্ডে কতগুলি নম্বর রেজিস্টার করা আছে? সেটা মনে নেই? তাহলে সহজেই জানতে পারবেন সেটা। সঙ্গে যদি কোনও নম্বর ব্লক করতে চান, তাহলে সেটাও করতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

দেখে নিন পুরো প্রক্রিয়া।

আপনার আধার কার্ডে কতগুলি নম্বর রেজিস্টার করা আছে? সেটা মনে নেই? তাহলে সহজেই জানতে পারবেন সেটা। সঙ্গে যদি কোনও নম্বর ব্লক করতে চান, তাহলে সেটাও করতে পারবেন। দেখে নিন পুরো প্রক্রিয়া -

1

TAF-COP Portal-তে (tafcop.dgtelecom.gov.in) যান। যা টেলকমিউনিকেশন দফতরের তরফে চালানো হয়।

2

'Enter Your Mobile Number' বক্সে গিয়ে নিজের ফোন নম্বর দিন। তাতে 'Request OTP'-তে ক্লিক করুন।

3

আপনার ফোনে যে ‘OTP’ আসবে, তা নির্দিষ্ট বক্সে দিন। ‘Validate’-তে ক্লিক করুন।

4

তারপর একটি নয়া পেজ খুলে যাবে।

5

সেখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরগুলি রেজিস্ট্রার করা আছে, সেগুলি দেখা যাবে।

6

‘List of Mobile Numbers registered on your IDs’ তালিকার নীচে সেই নম্বরগুলি দেখাবে।

7

সেখান থেকে কোনও নম্বর চাইলে ব্লকও করে দিতে পারেন। যে নম্বরগুলির প্রয়োজন আছে, সেগুলি বেছে নিন। ‘This is not My’ বেছে নিয়ে তারপর ‘চেক বক্সে’ ক্লিক করুন। ‘Name of user’-তে নিজের নাম দিন। দিয়ে ‘Report’ করুন।

8

একটি ‘Ticket ID’ জেনারেট হবে। 

9

কিছুক্ষণ পর আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে একটি মেসেজ আসবে। তাতে জানানো হবে, আপনার আর্জি গৃহীত হয়েছে কিনা। সঙ্গে একটি ট্র্যাকিং আইডি দেওয়া হবে।

বন্ধ করুন