বাংলা নিউজ > টেকটক > মহাকাশেও পেশি প্রদর্শন! শীঘ্রই ছেয়ে যাবে চিনের ১৩,০০০ কৃত্রিম উপগ্রহে

নতুন মহাকাশ মিশন শুরু করছে চিন। এমন এক মিশন, যা গুপ্তচরবৃত্তি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে। মহাকাশে প্রায় ১৩ হাজারটি কৃত্রিম উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করেছে চিন। এই 'মেগাকনস্টেলেশন' পৃথিবীকে ঘিরে রাখবে। ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

যে সংস্থাটি এই কাজের বরাত পেয়েছে, তারা জানিয়েছে, এই মিশনের মূল লক্ষ্য পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে চিনের আধিপত্য প্রতিষ্ঠা করা।

5G নেটওয়ার্ক শক্তিশালী করাই লক্ষ্য: চিন

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, চিনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্স (SASTIND) এই উপগ্রহ মন্ডল গঠনের আহ্বান জানিয়েছে।

এতে বলা হয়েছে যে স্যাটেলাইটের গ্রুপটি পৃথিবীর বেশিরভাগ অংশে নজরদারি করতে এবং ইন্টারনেট পরিষেবা শক্তিশালী করতে সক্ষম হবে।

যদিও নেটওয়ার্কটি কী কভার করবে এবং এটি কীভাবে কাজ করবে, সে সম্পর্কে বিশদ বিবরণ অস্পষ্ট। তবে বলা হচ্ছে, এর লক্ষ্য হল যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করা। বিশষত, গ্রামীণ এলাকায় 5G নেটওয়ার্ক পরিষেবা শক্তিশালী করা।

কেন শঙ্কায় বাকি বিশ্ব?

পরিকল্পনাটি নতুন নয়। চfন প্রথম 2020 সালে দুটি নিকটবর্তী কক্ষপথের উপগ্রহ নক্ষত্রমণ্ডলের জন্য স্পেকট্রাম বরাদ্দ করতে চেয়েছিল। এর জন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের কাছে আবেদন করেছিল চিন। কিন্তু এখন, চিন অনেকটাই এগিয়ে গিয়েছে। ইতিমধ্যেই এক সংস্থাকে বরাত দিয়ে দিয়েছে। আর এমন রিপোর্টের পরেই, পশ্চিমী সরকারগুলি উদ্বিগ্ন।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলির বিশ্বাস, এটি তাদের উপর গুপ্তচরবৃত্তি করার জন্য চিনের কমিউনিস্ট সরকারের একটি পরিকল্পনা।

বন্ধ করুন