বাংলা নিউজ > টেকটক > বিমানের র‍্যাডারে সমস্যা হচ্ছে 5G পরিষেবায়, বিমানবন্দর এলাকার জন্য জারি নয়া নিয়ম

বিমানের র‍্যাডারে সমস্যা হচ্ছে 5G পরিষেবায়, বিমানবন্দর এলাকার জন্য জারি নয়া নিয়ম

ফাইল ছবি: রয়টার্স (Reuters)

টেলি যোগাযোগ দফতর (DoT) এই মর্মে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাদের একটি চিঠিও পাঠিয়েছে। Airtel, Jio এবং Vi-কে দেওয়া এই চিঠিতে বলা হয়েছে, আপাতত ভারতের সমস্ত বিমানবন্দরের ২.১ কিলোমিটারের মধ্যে সি-ব্যান্ড 5G বেস স্টেশন ইনস্টল করা যাবে না।

টেলিকম খাতে ২০২২ সালের সবচেয়ে বড় খবর কী? নিঃসন্দেহে বলা যায়, ভারতে ৫জি-র আনুষ্ঠানিক সূচনাই এর উত্তর। সময়ের সঙ্গে বিভিন্ন বড় শহরে ট্রায়াল, নেটওয়ার্ক বিস্তৃত করার কাজ এগিয়ে নিয়ে গিয়েছে টেলিকম সংস্থাগুলি। তবে কাজ এখনও অনেক বাকি। ২০২৩ সালটা অন্তত লাগবে তাঁদের। এখনও পর্যন্ত দেশে ৫০টিরও বেশি স্থানে 5G পরিষেবা চালু করেছে রিলায়েন্স জিও এবং এয়ারটেল।

তবে আপাতত একটি বড় সমস্যা ভাবাচ্ছে টেলিকম প্রযুক্তিবিদদের। বিশেষজ্ঞদের মতে, যে গ্রাহকরা বিমানবন্দরের কাছাকাছি থাকেন, তাঁদের ডিভাইসে 5G পাওয়ার সম্ভাবনা কম। সংখ্যাটা লক্ষাধিক। ফলে নেহাত্ কম নয়। আরও পড়ুন: Digi Yatra: নথি লাগবে না, মুখ দেখালেই ঢোকা যাবে বিমানবন্দরে, আসছে কলকাতাতেও

টেলিযোগাযোগ দফতর (DoT) এই মর্মে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাদের একটি চিঠিও পাঠিয়েছে। Airtel, Jio এবং Vi-কে দেওয়া এই চিঠিতে বলা হয়েছে, আপাতত ভারতের সমস্ত বিমানবন্দরের ২.১ কিলোমিটারের মধ্যে সি-ব্যান্ড 5G বেস স্টেশন ইনস্টল করা যাবে না।

কারণটা কী?

এর কারণ হল, C-Band 5G থেকে বিমানের রেডিয়ো (র‍্যাডার) অল্টিমিটারে সমস্যা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। টেকঅফ এবং ল্যান্ডিংয়ের সময়, পাহাড়ের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইত্যাদি নানা কাজে, পদে পদে এই রেডিও (র‍্যাডার) অল্টিমিটারের উপর নির্ভর করে থাকেন বিমানচালকরা।

DoT উক্ত চিঠিতে উল্লেখ করেছে যে, টেলিকম পরিষেবা প্রদানকারীদের (TSPs) এই বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, 'এই অঞ্চলে, রানওয়ের উভয় প্রান্ত থেকে ২,১০০ মিটার এবং বিমানবন্দরের রানওয়ের প্রধান লাইন থেকে ৯১০ মিটারের মধ্যে কোনও (3,300-3,670 MHz) 5G/ IMT বেস স্টেশন বসানো যাবে না।

এয়ারটেল নাগপুর, বেঙ্গালুরু, নয়াদিল্লি, গুয়াহাটি এবং পুনে বিমানবন্দরে 5G বেস স্টেশন ইনস্টল করেছে। অন্যদিকে দিল্লি-NCR অঞ্চলে jio 5G বেস স্টেশন বসিয়েছে।

DGCA যতদিন না সমস্ত বিমানের রেডিও অল্টিমিটার ফিল্টার পাল্টাচ্ছে, ততদিন এই নিয়ম জারি থাকবে বলে জানানো হয়েছে।

বিশ্ব জুড়ে ক্রমেই 5G নেটওয়ার্কের প্রসার হচ্ছে। কিন্তু সব স্থানেই বারবার এই বিশেষ সমস্যাটি উঠে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাইলটরাও বিমানের রেডিও (র‍্যাডার) অল্টিমিটারে এই 5G-র প্রভাবের কথা উল্লেখ করেছেন।  আরও পড়ুন: Jet Airways: ৬০% কর্মীকে বেতনহীন ‘ছুটি’তে পাঠিয়ে দিল জেট এয়ারওয়েজ

একাধিক ক্ষেত্রে বিমান অবতরণের সময়ে গুরুতর সমস্যার মুখে পড়েছেন বিমান চালকরা। গত মার্চে, একটি বাণিজ্যিক জেট বিমান লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে অটোপাইলটে অবতরণ করছিল। মাটি থেকে মাত্র ১০০ ফুট উপরে ছিল। আর ঠিক সেই সময়ে হঠাত্ই ভীষণ দ্রুত নেমে আসে।

টেকটক খবর

Latest News

রবিতে বাংলার ৩ জেলায় ঝড়-বৃষ্টি! বৃহস্পতি পর্যন্ত কবে ও কোথায় বর্ষণ? রইল তালিকা সন্দেশখালিতে TMC নেতার বাড়িতে মিলল বিপুল বিস্ফোরক, নিষ্ক্রিয় করতে পৌঁছল NSG কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে রাজনৈতিক অভিসন্ধিতেই কি কলকাতায় আসে রাজারাম?‌ উত্তরে অনীহা ধৃত জঙ্গির ‘দিল চাহতা হ্যায়’এর প্রস্তাব ফিরিয়েছি, কারণ সে সময় আমি শুধুই মা হতে চেয়েছিলাম'

Latest IPL News

নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.