বাংলা নিউজ > টেকটক > Indian origin CEOs in tech companies:টেক সংস্থা মানেই যেন ভারতীয় বংশোদ্ভূত CEO , তারিফ মাস্কের

Indian origin CEOs in tech companies:টেক সংস্থা মানেই যেন ভারতীয় বংশোদ্ভূত CEO , তারিফ মাস্কের

প্রথমসারির প্রযুক্তি কোম্পানিগুলির সিইও অধিকাংশই ভারতীয় রক্ত, প্রশংসায় ইলন মাস্ক (REUTERS)

ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা বিরাট অংকের অর্থ উপার্জন করে আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইওদের মধ্যে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন। 

টেসলা এবং স্পেস এক্সের সিইও ইলন মাস্ক প্রশংসায় পঞ্চমুখ হলেন বিভিন্ন শীর্ষ কোম্পানির ভারতীয় বংশোদ্ভূত সিইওদের সম্পর্কে। ভারতীয় বংশোদ্ভূত সিইওরা বহু ক্ষেত্রেই বিভিন্ন শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি এবং অন্যান্য সংস্থার সিইও হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন। এসব দেখেই অবাক ইলন মাস্ক। World of Statistics সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছে, যেখানে শীর্ষস্থানীয় কোম্পানিতে ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের তালিকাটি দেখা যাচ্ছে। এই পোস্টটি দেখেই ইলন মাস্ক মুগ্ধ হয়ে গিয়ে মন্তব্য করেন, 'চিত্তাকর্ষক'।

(আরও পড়ুন: Nilganj Blast: নীলগঞ্জ বিস্ফোরণে একযোগে NIA তদন্তের দাবি BJP ও ISF-এর

প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিরা বিরাট অংকের অর্থ উপার্জন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিইওদের মধ্যে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন। এক্স প্ল্যাটফর্মে ইলন মাস্কের এক ফলোয়ার মন্তব্য করেছেন, ‘ভারতীয়রা অত্যন্ত পরিশ্রমী হন।’ অন্য এক ফলোয়ার খানিক মজা করেই মন্তব্য করেছেন, এমনকি চাঁদের দক্ষিণ মেরুর সিইও'ও ভারত। 

(আরও পড়ুন: Nilganj Blast: নীলগঞ্জ বিস্ফোরণে পুলিশকে বাচাতে মরিয়া TMC, সমালোচনা করলেই জেলে ভরব হুমকি কাকলির)

বর্তমানে মাইক্রোন টেকনোলজির সিইও হলেন সঞ্জয় মেহরোত্রা। অ্যাডোব সংস্থার সিইও শান্তনু নারায়ণ, অন্যদিকে মাইক্রোসফট কোম্পানির সিইও এবং চেয়ারম্যান সত্য নাদেলা। ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাই অ্যালফাবেট এবং গুগল সংস্থার সিইও। ভারতীয়দের তালিকার এখানেই শেষ নয়। জেডি চৌধুরী জেডস্ক্যালারের সিইও পদে আছেন। প্রসঙ্গ জেডস্ক্যালার একটি ক্লাউড নিরাপত্তা কোম্পানি। অরবিন্দ কৃষ্ণ আইবিএমের সিইও-এর চেয়ারটি সামলাচ্ছেন। ইউটিউব কোম্পানির সিইও ভারতীয় বংশোদ্ভূত নীলমোহন। শীর্ষস্থানীয় টেক জয়েন্ট কোম্পানি নেটঅ্যাপ-এর সিইও জর্জ কুরিয়ান।

তালিকার এখানেও শেষ নয়, নীলা নায়ার ফ্রেঞ্চ বিলাসবহুল ফ্যাশন হাউস চ্যানেলের প্রথম ভারতীয় গ্লোবাল সিইও হিসেবে নজির গড়েছেন। এছাড়াও আছেন অঞ্জলি সুদ, যিনি ভিডিও প্লাটফর্ম ভিমিও-এর সিইও। এছাড়াও ভিএম ওয়্যার সংস্থাটির সিইও পদে আছেন রঙ্গরাজন রঘুরাম। সব মিলিয়ে ভারতীয় বংশোদ্ভূত সিইওদের রমরমা বিশ্বে তাবড় তাবড় কোম্পানিগুলিতে। এমনকী মার্কিন মুলুকে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে আছেন দুই ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান পদপ্রার্থী। অন্যদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মা ছিলেন ভারতীয়। তাই বোঝাই যাচ্ছে, সংখ্যায় কম হলেও প্রভাব ও প্রতিপত্তিতে আমেরিকায় যথেষ্ট রমরমা ভারতীয় বংশোদ্ভূতদের, যা চোখ এড়াচ্ছে না খোদ ইলন মাস্কেরও। 

বন্ধ করুন