আপনার ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-এর সঙ্গে আধারের লিঙ্ক করা আছে তো? (EPFO) UAN-এর সঙ্গে আধার সিডিং এবং যাচাইকরণ সম্পূর্ণ করার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২১ ।
১ ডিসেম্বর থেকে, নিয়োগকর্তাদের শুধুমাত্র UAN দিয়ে আধার যাচাইকরণ সম্পূর্ণ করেছেন, এমন কর্মীদের ইলেকট্রনিক চালান-কাম-রিটার্ন (ECR) ফাইল করতে বলা হয়েছে।
ফলে এই লিঙ্ক করা না থাকলে আপনার PF-এর টাকা ঢুকতে সমস্যা হবে। হাতে আর মাত্র ১ দিন সময়। তাই দ্রুত এই কাজ সেরে ফেলুন।
উমং অ্যাপ, সদস্য সেবা পোর্টাল, EPFO-র ই-কেওয়াইসি পোর্টালে ওটিপি যাচাইকরণের মাধ্যমে এবং ইপিএফও-র ই-কেওয়াইসি পোর্টালে বায়োমেট্রিক শংসাপত্র ব্যবহার করে UAN-কে আধারের সঙ্গে সংযুক্ত করা যেতে পারে।
আপনার UAN আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা তা কীভাবে পরীক্ষা করবেন?
1
সদস্য সেবা পোর্টালে যান: https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/
2
UAN এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।
3
সফলভাবে লগ ইনের পরে, 'ম্যানেজ' ট্যাবের অধীনে 'KYC' অপশনটি সিলেক্ট করুন।
4
ভেরিফায়েড ডকুমেন্টস ট্যাবের নিচের অংশে দেখুন। যদি আপনার আধার নম্বর দেখানো হয় এবং অনুমোদিত হয়, তাহলে এর অর্থ হল আপনার UAN আধারের সঙ্গে লিঙ্ক করা আছে।
বন্ধ করুন