মহাকাশ থেকে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গকে কেমন লাগে? মাউন্ট এভারেস্টের অবিশ্বাস্য ছবি শেয়ার করল NASA। এক সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যাবে 'সাগরমাথা'কে।
নাসা মহাকাশের ভ্যানটেজ পয়েন্ট থেকে নেওয়া পৃথিবীর সর্বোচ্চ পর্বতের একটি ছবি পোস্ট করেছে।
NASA জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে এক মহাকাশচারী মাউন্ট এভারেস্টের প্রায় সরাসরি উপর থেকে ছবিটি তুলেছেন।
নাসার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করা হয়েছে। NASA লিখেছে -মাউন্ট এভারেস্ট ক্রমাগতই বেড়ে চলেছে। ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের একত্রিত হওয়ার কারণে ভূত্বকের ক্রমাগত উত্থানের কারণে এই বৃদ্ধি। প্রতি বছরই প্রায় এক সেন্টিমিটার করে বেড়ে চলেছে।
ছবিটি দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বিস্মিত হয়ে গিয়েছেন। কমেন্ট সেকশনে অনেকেই তাঁদের বিস্ময় প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'মাইন্ড ব্লোয়িং'। অপর এক ব্যবহারকারী ছবিটি দুর্দান্ত বলে প্রশংসা করেছেন।
কিছু ব্যবহারকারী ছবিটিকে অ্যালুমিনিয়াম ফয়েলের মতো বলেছেন। কেউ কেউ আবার পেইন্টিংয়ের সঙ্গে তুলনা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, 'এ যেন কোঁচকানো অ্যালুমিনিয়াম ফয়েল।' অপর এক ব্যবহারকারী লিখেছেন, 'বাহ, হুবহু পেইন্টিংয়ের মতো দেখাচ্ছে।'
মাউন্ট এভারেস্ট হিমালয়ের মহালাঙ্গুর হিমাল সাব-রেঞ্জে অবস্থিত। চিন-নেপাল সীমান্তজুড়ে বিস্তৃত।
চিন ও নেপালি কর্তৃপক্ষের ২০২০ সালের সর্বশেষ হিসাব অনুযায়ী, মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮.৮৬ মিটার।