ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের প্রদর্শনীতে গিয়ে আনুষ্ঠানিক ভাবে 5G-র পরিষেবা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিল্লির এই প্রদর্শনীতে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান, রিলায়েন্স গোষ্ঠীর প্রধান মুকেশ আম্বানি এবং জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি উপস্থিত ছিলেন। আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে এই ইভেন্ট। জিও সহ অন্যান্য সংস্থাগুলি বাণিজ্যিক ভাবে 5G শুরু করছে ভারতে।
ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস- IMC
শনিবার, ১ অক্টোবর থেকে দেশের ১৩টি শহরে চালু করলেন প্রধানমন্ত্রী। ভারতের তিন শীর্ষ টেলিকম অপারেটর - রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া (ভি), এবং এয়ারটেল এই অনুষ্ঠানে ভারতে 5G প্রযুক্তির ভবিষ্যত সম্ভাবনার বিষয়ে টেক ডেমো দেবে আইএমসি-র মঞ্চে।
মুকেশ-পুত্র আকাশের সঙ্গে জিও-র ডেমো নিতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাঁর সঙ্গে ছিলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। নিজে হাতেই ডেমো দেন জিও-র চেয়ারম্যান আকাশ। Jio Glass পরতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। পুরোটা ব্যাখা করেন আকাশ আম্বানি।
ডিজিটাল ইন্ডিয়ার চাবিকাঠি হল টেলিকম। এটিই ভারতে ডিজিটাল পরিষেবা প্রদানের মাধ্যম। প্রধানমন্ত্রী এই টেলিকম সেক্টর নিয়ে কৌশলগত নীতি নিয়েছেন। তিনি এই সেক্টরের উন্নতির বিষয়ে মনোনিবেশ করেছেন ও এটির সুষ্ঠ নিয়ন্ত্রণ সুনিশ্চিত করেছেন,' বলেন টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, প্রধানমন্ত্রীর উদ্যোগের ফলে এই সেক্টরটি এক নয়া যুগের শিল্প হিসাবে উদ্ভুত হয়েছে।
_1664602616219.jpg)
কোথায় আগে Jio 5G চালু হবে?
রিপোর্ট অনুযায়ী, প্রথম ধাপে ভারতের ১৩টি বড় শহরে 5G রোলআউট হবে। সেগুলি হল আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দরাবাদ, জামনগর, কলকাতা, লখনউ, মুম্বই এবং পুনে। 5G ভারতের টেলিকম ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। ধাপে ধাপে দেশের সকল প্রান্তে ৫জি পৌঁছে দেওয়ার পরিকল্পনা জিও-র।