বাংলা নিউজ > টেকটক > Realme স্মার্টফোনে ৪,০০০ টাকা পর্যন্ত ছাড়! আর পড়ে আছে মাত্র ২ দিন!

বিগ বাঁচত ধামাল সেল চলছে অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে। সেলে অন্যান্য কোম্পানির পাশাপাশি রিয়েলমির স্মার্টফোনেও ছাড় দেওয়া হচ্ছে। Realme-র ওয়েবসাইটেও রয়েছে দুর্দান্ত সব অফার। কোম্পানির ওয়েবসাইটে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত সেল চলবে।

সেল চলাকালীন, Realme GT Neo 2 থেকে realme 8s-এর মতো ডিভাইসগুলি সস্তায় কেনা যাবে। জেনে নিন কোন ডিভাইসে কত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

Realme GT Neo 2: এই স্মার্টফোনটিতে ৪ হাজার টাকা ছাড় পাবেন। ফোনটির ৮ জিবি ভেরিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। তবে সেলে এটি ২৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এটিতে ৬৪-মেগাপিক্সেল মেন ক্যামেরাসহ ট্রিপল ক্যামেরা, 65W সুপারডার্ট চার্জিং এবং স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসর রয়েছে।

Realme 8s 5G: Realme 8s 5G-তে ২ হাজার টাকা ছাড় পাবেন। এর 8GB + 128GB ভেরিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ফোনটিতে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 33W ফাস্ট চার্জিং এবং 90Hz ডিসপ্লে।

Realme GT Master Edition: এই স্মার্টফোনেও ৪ হাজার টাকার ছাড় রয়েছে। ফোনের 6GB + 128GB ভেরিয়েন্টের এমআরপি ২৫,৯৯৯ টাকা, কিন্তু ২১,৯৯৯ টাকার দামে পাবেন। এটিতে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 65W সুপারডার্ট চার্জিং এবং স্ন্যাপড্রাগন 778 5G প্রসেসর রয়েছে।

Realme C21Y: এটি Realme-র সবচেয়ে সস্তা ডিভাইসগুলির মধ্যে একটি। এতে 5000 mAh ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরার মতো ফিচার রয়েছে। পাবেন ৫০০ টাকার ছাড়। ৮,৯৯৯ টাকা দামের এই ডিভাইসটি এখন ৮,৪৯৯ টাকায় কেনা যাবে।

আরও পড়ুন : Google খুললেই পাবেন Pizza! ধাঁধাটা দেখেছেন?

বন্ধ করুন