বিগ বাঁচত ধামাল সেল চলছে অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে। সেলে অন্যান্য কোম্পানির পাশাপাশি রিয়েলমির স্মার্টফোনেও ছাড় দেওয়া হচ্ছে। Realme-র ওয়েবসাইটেও রয়েছে দুর্দান্ত সব অফার। কোম্পানির ওয়েবসাইটে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত সেল চলবে।
সেল চলাকালীন, Realme GT Neo 2 থেকে realme 8s-এর মতো ডিভাইসগুলি সস্তায় কেনা যাবে। জেনে নিন কোন ডিভাইসে কত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
Realme GT Neo 2: এই স্মার্টফোনটিতে ৪ হাজার টাকা ছাড় পাবেন। ফোনটির ৮ জিবি ভেরিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা। তবে সেলে এটি ২৭,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এটিতে ৬৪-মেগাপিক্সেল মেন ক্যামেরাসহ ট্রিপল ক্যামেরা, 65W সুপারডার্ট চার্জিং এবং স্ন্যাপড্রাগন 870 5G প্রসেসর রয়েছে।
Realme 8s 5G: Realme 8s 5G-তে ২ হাজার টাকা ছাড় পাবেন। এর 8GB + 128GB ভেরিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। ফোনটিতে রয়েছে 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 33W ফাস্ট চার্জিং এবং 90Hz ডিসপ্লে।
Realme GT Master Edition: এই স্মার্টফোনেও ৪ হাজার টাকার ছাড় রয়েছে। ফোনের 6GB + 128GB ভেরিয়েন্টের এমআরপি ২৫,৯৯৯ টাকা, কিন্তু ২১,৯৯৯ টাকার দামে পাবেন। এটিতে একটি 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 65W সুপারডার্ট চার্জিং এবং স্ন্যাপড্রাগন 778 5G প্রসেসর রয়েছে।
Realme C21Y: এটি Realme-র সবচেয়ে সস্তা ডিভাইসগুলির মধ্যে একটি। এতে 5000 mAh ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরার মতো ফিচার রয়েছে। পাবেন ৫০০ টাকার ছাড়। ৮,৯৯৯ টাকা দামের এই ডিভাইসটি এখন ৮,৪৯৯ টাকায় কেনা যাবে।