Redmi K50i 5G: এই মডেলে ২,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক... more
Redmi K50i 5G: এই মডেলে ২,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টও পাবেন। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে এই ফোনের দাম আরও অনেকটাই কমানো যেতে পারে। তবে সেটি আপনার আগের ফোনের মডেল এবং কন্ডিশনের উপর নির্ভর করছে।
1/5নতুন 5G ফোন কিনতে চান? সেক্ষেত্রে Amazon-এর নতুন 5G স্টোরে একবার ঢুঁ মেরে আসতে পারেন। আমাজনের এই নতুন সেকশনে অনলাইন সেরা ডিসকাউন্টে 5G হ্যান্ডসেট কিনতে পারবেন। আর সেই স্টোরেই ২৫ হাজার টাকার কম বাজেটের অন্যতম সেরা ফোন Redmi K50i 5G। এই স্মার্টফোনের এমনিতে MRP যদিও ৩১,৯৯৯ টাকা। তবে ডিসকাউন্টে বড়সড় ছাড় পাবেন। মাত্র ২৩,৯৯৯ টাকায় Redmi K50i 5G-র 6 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সান পেয়ে যাবেন। ফাইল ছবি: রেডমি (Redmi)
2/5এই মডেলে ২,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্টও পাবেন। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে এই ফোনের দাম আরও অনেকটাই কমানো যেতে পারে। তবে সেটি আপনার আগের ফোনের মডেল এবং কন্ডিশনের উপর নির্ভর করছে। ফাইল ছবি: নাইন্টিওয়ান মোবাইলস (Redmi)
3/5ফিচার ও স্পেসিফিকেশন: ফোনটিতে 144 Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৬ ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি 270Hz টাচ স্যাম্পলিং সাপোর্ট করে। 650 নিটের পিক ব্রাইটনেস পাবেন। স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 5 পাবেন। Redmi-র এই ফোনে 8 GB পর্যন্ত RAM এবং 256 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের অপশন পাবেন।প্রসেসর হিসাবে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 চিপসেট। ফাইল ছবি: রেডমি (Redmi)
4/5ফটোগ্রাফির জন্য ফোনের পিছনেয় LED ফ্ল্যাশসহ ট্রিপল ক্যামেরা সেট আপ রয়েছে। এর মধ্যে প্রাইমারি ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের। বাকি একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা পাবেন।সেলফি এবং ভিডিয়ো কলের জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফাইল ছবি: রেডমি (Redmi)
5/5Redmi K50i 5G-এর ব্যাটারি ৫,০৮০ mAh । ৬৭W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Bluetooth 5.3, Wi-fi 6 এবং GPS ছাড়াও সব স্ট্যান্ডার্ড অপশন রয়েছে। ফাইল ছবি: রেডমি (Redmi)