ভারতের বাজারে স্কুটারের চাহিদা অনেক। আর নির্দিষ্ট কিছু মডেলের স্কুটার অন্যগুলির তুলনায় বেশি বিক্রি হয়।
১.৪ লাখ মানুষ এই স্কুটার কিনেছেন
Honda Activa স্কুটার দেশের সবচেয়ে জনপ্রিয় মডেল। গত মাসেও প্রায় ১.৫ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। গত মাসে এটি দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ১,৪৫,৩১৭ ইউনিট বিক্রি হয়েছে। একইভাবে জানুয়ারি মাসেও বিক্রি হয়েছে ১ লাখ ৪৩ হাজার ইউনিট।
হোন্ডা অ্যাকটিভার দাম ৭০,৫৯৯ টাকা থেকে শুরু। টপ মডেলের দাম ৮১,২৮০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।
২০২২ সালের ফেব্রুয়ারিতে, বিক্রির নিরিখে সেরা স্কুটার:
দ্বিতীয় স্থানে: টিভিএস জুপিটার(TVS Jupiter) এবং সুজুকি অ্যাকসেস(Suzuki Access)। যথাক্রমে ৪৭,০৯২ ইউনিট এবং ৩৭,৫১২ ইউনিট বিক্রি হয়েছে।
এক্ষেত্রে লক্ষ্যণীয়, তালিকার প্রথম তিনটি স্কুটারই কমিউটার, নন-স্পোর্টি সেগমেন্টের। তার পরের দুই স্কুটার স্পোর্টি লুক ও ফিলের।
আরও পড়ুন : Avenis 125: জেনে নিন Suzuki-র নতুন স্কুটারের দাম ও ফিচার্স
চতুর্থ স্থানে: টিভিএস এনটর্ক(TVS NTorq)। ২৩,০৬১ ইউনিট। স্পোর্টি লুক ও হ্যান্ডেলিং যাঁদের পছন্দ, তাঁদের প্রিয়তম স্কুটার এটি।
পঞ্চম স্থানে: হোন্ডা ডিও(Honda Dio)। ১৫,৪৮৭ ইউনিট বিক্রি হয়েছে।