সম্প্রতি ঘরে ঘরে জি বাংলার টিম পৌঁছে গিয়েছিল নবদম্পতি অর্ণব চৌধুরী এবং রুম্পা দাস চৌধুরীর বাড়িতে। তাঁরা দুজনেই ছোট পর্দার ভীষণই চেনা মুখ। সবেই গত মাসে আচমকা বিয়ে করে সকলকে চমকে দেন তাঁরা। এবার তাঁরা জানালেন তাঁদের সম্পর্কের বিষয়ে।
ঘরে ঘরে জি বাংলায় অর্ণব এবং রুম্পা
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে নবদম্পতি অর্ণব চৌধুরী এবং রুম্পা দাস চৌধুরীর বাড়িতে এসেছিল ঘরে ঘরে জি বাংলা। সেখানেই গল্পের মাঝে উঠে এল তাঁদের সম্পর্কের কথা।
এদিন ছাদে বসে আড্ডার মাঝে রুম্পা জানান তাঁদের বিয়ের নেপথ্যে একজনের হাত আছে, আর তিনি কেউ নন খোদ শিব ঠাকুর। এই বিষয়ে তিনি বলেন, 'সম্পর্কটা কিন্তু ভোলেনাথের জন্যই হয়েছে।' তখন অর্ণব জানান, 'রুম্পা যদি জীবনে না আসত তাহলে আমি বিয়েই করতাম না।'
এদিন তাঁদের দুজনকে ম্যাচ করে গোলাপি রঙের পোশাক পরে থাকতে দেখা যায়। এমনকি বেলুন দিয়ে বানানো লাভ সাইনের মাঝে অর্ণবের বাহুডোরে বন্দি হয়ে নাচও করেন অভিনেত্রী।
প্রসঙ্গত বর্তমানে রুম্পা দাস চৌধুরীকে জি বাংলার হিট মেগা কার কাছে কই মনের কথা ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেখানে তিনি শিমুল ওরফে মানালি দের খুড়তুতো ননদ তুতুলের চরিত্রে অভিনয় করছেন। অর্ণব চৌধুরীও খুব বিখ্যাত সোশ্যাল মিডিয়ায়। গত মাসে তাঁরা বিয়ে করেন। তারপরই উত্তরবঙ্গে হানিমুনে গিয়েছিলেন। সেখান থেকে একাধিক ছবি ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন সকলের সঙ্গে।
ঘরে ঘরে জি বাংলার প্রসঙ্গে
জি বাংলার এটি অন্যতম রিয়েলিটি শো। এটি প্রতিদিন বিকেল সাড়ে চারটে থেকে সম্প্রচারিত হয়। এটির সঞ্চালনা করেন অপরাজিতা আঢ্য এবং বিশ্বনাথ বসু। বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের জীবন যাপনের কথা উঠে আসে এখানে।