Updated: 09 Feb 2022, 06:21 PM IST
লেখক Sritama Mitra
এই ঘটনা অসমের নগাওঁয়ের। সেখানে কাজিরাঙা ন্যাশনাল পার্ক রিজার্ভের আশপাশের এলাকায় কিছু অবৈধ নির্মাণ চলছিল। এই অবৈধ নির্মাণকে রুখতে পদক্ষেপ নেয় প্রশাসন। নির্মাণ ভেঙে ফেলতে আনা হয় বিশাল জেসিবি মেশিন। সঙ্গে আসরে নামে হাতি। হাতি দিয়ে নির্মাণ ভাঙারও উদ্যোগ নেয় প্রশাসন। তবে, এই ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে নির্মাণ ভাঙার থেকেও বেশি হাতিটি কিন্তু ব্যস্ত নিজের পেট পুজোর দিকে!