বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: 'আমাদের দলের যাঁরা অভিযুক্ত...অ্যারেস্ট করা হোক, শুভেন্দুকে দিয়ে শুরু করা হোক', নারদায় তোপ অভিষেকের
Updated: 14 Sep 2023, 03:41 PM IST
Sritama Mitra
ইডির দফতরে প্রায় ৯ ঘণ্টার জেরা শেষে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে তাঁর দিকে একের পর এক প্রশ্ন যায়। বৃষ্টি মাথায় নিয়ে অভিষেক সমস্ত প্রশ্নের জবাব দেন। প্রসঙ্গ ওঠে শুভেন্দু অধিকারীর নাম। প্রসঙ্গ ওঠে নারদার। কী বললেন অভিষেক? এরপর তাঁকে এই জেরা নিয়ে শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তার উত্তরে অভিষেক খোঁচার সুরে কী বললেন দেখা যাক।