Updated: 18 Apr 2022, 09:27 PM IST
লেখক Sritama Mitra
লন্ডনে পাকিস্তানের দূতাবাসের সামনে বিশাল সংখ্যক আফ... more
লন্ডনে পাকিস্তানের দূতাবাসের সামনে বিশাল সংখ্যক আফগানরা প্রতিবাদে সামিল হন। সদ্য আফগানিস্তানের খোস্ত ও কুনার প্রভিন্সে পাক এয়ারস্ট্রাইক চলেছে বলে খবর। ১৫ এপ্রিলের রাতে পাকিস্তানের সেনা এই এয়ারস্ট্রাইক আফগানিস্তানের বুকে চালায় বলে খবর। এতে ৪০ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে বলেও খবর। পাকিস্তানের এমন কর্মকাণ্ডে মোটেও খুশি নয় আফগান-তালিবান। আফগানিস্তানে পাকিস্তানের রাষ্ট্রদূতকে ডেকে ক্ষোভও জাহির করা হচ্ছে তালিবানের তরফে। এদিকে ঘটনার প্রতিবাদে লন্ডনের রাস্তায় প্রতিবাদে সামিল হন বহু আফগান যুবক। তাঁরা রাষ্ট্রসংঘের কাছ থেকে এর ন্যায় বিচার দাবি করছেন। এছাড়াও আফগান উদ্বাস্তুদের নিরাপত্তা দাবি করছে 'আফগান প্রোটেকশন সিআইসি' নামক সংগঠন।