বাংলা নিউজ > দেখতেই হবে > বাংলার মুখ > 'অবশেষে পড়াতে পারব', দীর্ঘ লড়াইয়ের পর স্কুলে যোগ অনামিকার, ধন্যবাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে

'অবশেষে পড়াতে পারব', দীর্ঘ লড়াইয়ের পর স্কুলে যোগ অনামিকার, ধন্যবাদ বিচারপতি গঙ্গোপাধ্যায়কে

'অবশেষে পড়াতে পারব', দীঘ লড়াইয়ের পর স্কুলে যোগ দিলেন অনামিকা বিশ্বাস রায়। ধন্যবাদ জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বৃহস্পতিবার রাজগঞ্জ ব্লকের হরিহর উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন অনামিকা। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে স্কুলে যোগদান করেন। শুক্রবার থেকে স্কুলে ক্লাস নিতে পারবেন অনামিকা। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -