বইমেলায় এবার মুখ্যমন্ত্রীর 'কবিতা বিতান' বইটির ইংরেজি অনুবাদ প্রকাশিত হবে। শুধু তাই নয়, সূত্রের খবর, এর সঙ্গে আরও বেশ কয়েকটি কবিতা ও সমকালীন বিষয়ের উপর রাজনৈতিক প্রবন্ধের বইও প্রকাশিত হবে ৪৬ তম কলকাতা বইমেলায়।
সোমবার অর্থাৎ আজ দুপুর ২টোয় কলকাতা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এই 'কবিতা বিতান' কাব্যগ্রন্থের জন্য রাজ্যের তথ্য সংস্কৃতি দফতরের বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন। তারই ইংরেজি অনুবাদ প্রকাশিত হবে বইমেলায়। বইটি পাওয়া যাবে 'জাগো বাংলার' স্টলে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের সংখ্যা ইতিমধ্যে একশ ছাড়িয়েছে। সে কথা নিজেও কিছু দিন আগে নজরুল মঞ্চের একটি অনুষ্ঠানে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এখনও পর্যন্ত আমার ১০৭ থেকে ১০৮টা বই বেরিয়েছে। প্রতি বছর বইয়ের রয়্যালটি বাবদ ১০ শতাংশ করে পাই। সবটা আমায় দেয় না। তবে যা পাই তাতে আমার চলে যায়। আমার বই সব থেকে বেশি বিক্রি হয়।'
তাঁর বইয়ের প্রকাশক দেজ পাবলিসিং হাউজের কর্ণধার সুধাংশু দের কথায়, 'প্রতিটি বইমেলাতে তাঁর নতুন বই প্রকাশিত হয়। এই বারের মেলাতেও বেশ কয়েকটি বই প্রকাশিত হবে। এ আজ পর্যন্ত তাঁর ১১২টি বই প্রকাশিত হয়েছে।'
এ বছর বইমেলায় মোচ ৪০০টি স্টল ও ২০০টি লিটিল ম্যাগাজিন কর্ণার রয়েছে। আন্তর্জাতিক স্টলগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, কিউবা, ও অন্য ল্যাটিন অ্যামেরিকার দেশগুলি। থাইল্যান্ড এই প্রথমবার কলকাতা বইমেলায় অংশ নিচ্ছে। মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।