বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rajnath Targets China on Arunachal: 'যদি চিনের কিছু জায়গার নাম আমরা বদলে দিই তাহলে...', অরুণাচল নিয়ে ইয়র্কার রাজনাথের
Updated: 09 Apr 2024, 08:58 PM IST
Sritama Mitra
অরুণাচল প্রদেশ ইস্যুতে চিনের আগ্রাসী মনোভাবকে বারবার নস্যাৎ করেছে ভারত। সদ্য অরুণাচল প্রদেশের তিনটি জায়গার নাম পাল্টে তাদের ওয়েবসাইটে তা তুলে ধরেছে। সেই ঘটনার উল্লেখ করে দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নামসাইতে এক জনসভায় বলেন, 'যদি কাল চিনের কিছু জায়গার নাম আমরা বদলে দিই.. তাহলে কি তা ভারতের হয়ে যাবে?' তিনি সাফ জানান, প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায় ভারত। তবে কেউ যদি ভারতের সম্মানহানি ঘটাতে চায়, তাহলে ভারতও ছেড়ে কথা বলবে না।