বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: জঙ্গিদের গুলিতে কাশ্মীর হারিয়েছে ভূমিপুত্র DSP হুমায়ুন ভাটকে! চোখের জলে শেষ বিদায় শহিদকে
Updated: 14 Sep 2023, 03:44 PM IST
Sritama Mitra
এক জঙ্গি দমন অভিযানকে কেন্দ্র করে বুধবার এক মর্মান্তিক ঘটনা ঘটে কাশ্মীরের অনন্তনাগে। সেখানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে শহিদ হন ভারতের ৩ বীরপুত্র। শহিদদের মধ্যে রয়েছেন কাশ্মীরের ভূমিপুত্র DSP হুমায়ুন ভাট। এক মাস বয়সের সন্তান ও পরিবারকে রেখে না ফেরার দেশে গিয়েছেন হুমায়ুন। শোকস্তব্ধ বাবা গোলাম হাসান ভাট। তিনিও এককালে ছিলেন কাশ্মীর পুলিশে। ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে তিনিও ভেসে যান আবেগে। হুমায়ুনের প্রয়াণে শোকস্তব্ধ এলাকা।