Panchayat Vote 2023: বাংলার চিত্তে ভয়, নত হয়েছে শির, পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে মন্তব্য রাজ্যপালের Updated: 02 Jul 2023, 12:35 AM IST লেখক Ayan Das পঞ্চায়েত ভোটের আবহে বাংলার চিত্তে ভয় আছে, নত হয়েছে শির।’ কোচবিহারের বিভিন্ন এলাকা ঘুরে দেখে বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ঘোরেন রাজ্যপাল। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -