Updated: 10 Feb 2022, 09:29 PM IST
লেখক Sritama Mitra
সুবর্ণরেখা নদীর তীরবর্তী বাঘমুণ্ডির ডাংডুং গ্রামে ... more
সুবর্ণরেখা নদীর তীরবর্তী বাঘমুণ্ডির ডাংডুং গ্রামে হাতির হানায় ত্রস্ত গ্রামবাসী। বহু কুইন্টাল চাল থেকে শুরু করে ক্ষেতের ফসলও নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে। রাতের অন্ধকারে হাতির দল দরজায় ধাক্কা মারে বলে জানান স্থানীয় রীতারানি মাহাতো। এরপর দেখা যায়, বাড়ি ভেঙে হাতির দল ঘরে রাখা বহু ফসল নষ্ট করেছে। গ্রামবাসীর অভিযোগ, হাতির তাণ্ডবে মারা গিয়েছে পোষা মোরগও। বনদফতরের থেকে সাহায্যের আর্জি গ্রামবাসীদের।