বাংলা নিউজ > দেখতেই হবে > 'শিমুল বাড়ি ফিরলেই দামামা বাজবে', মন্দারমণি থেকে ইঙ্গিত দিলেন শিমুলের সঙ্গীরা

'শিমুল বাড়ি ফিরলেই দামামা বাজবে', মন্দারমণি থেকে ইঙ্গিত দিলেন শিমুলের সঙ্গীরা

জমে উঠেছে বাংলা ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'। আপাতত মন্দারমণিতে শ্যুটিং করতে গিয়েছে ধারাবাহিকের গোটা টিম। শ্যুটিংয়ের ফাঁকেই, জমিয়ে মজা করে নিচ্ছেন শিমুল, সুচরিতা, পুতুল, বিপাশারা। শট শেষ করে সমুদ্র স্নানে মজলেন শিমুলের ননদ আর ধারাবাহিকের সবথেকে খুদে সদস্য। তবে সকলের মুখেই মিলল, ফিরলে শিমুলের সঙ্গে তাঁর শাশুড়ির ঝামেলা বাঁধার ইঙ্গিত।