Updated: 15 Mar 2022, 12:33 PM IST
লেখক Sritama Mitra
শাক্ত ও বৈষ্ণব এর মিলনকেন্দ্র শান্তিপুরের দোল উৎসব... more
শাক্ত ও বৈষ্ণব এর মিলনকেন্দ্র শান্তিপুরের দোল উৎসব জগদ্বিখ্যাত। নদিয়ার শান্তিপুরের দোল উৎসবে মহাসমারোহে পূজিত হন গোপাল। শান্তিপুর সূত্রাগড় চড় দোলযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। গত ৫৮ বছর ধরে এই পুজো হয়ে আসছে। কথিত রয়েছে এখানের গোপাল ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ করেন। আর শান্তিপুরের এই জায়গাতেই তৈরি হচ্ছে ২৭ ফুটের গোপালমূর্তি।