চলছে তুষারপাত, তার মাঝে হাঁটু সমান বরফে সেনা জওয়ানরা মজলেন ভলিবল-এ! দেখুন ভিডিয়ো
Updated: 14 Jan 2022, 04:55 PM ISTসাধারণত শীত মানেই লেপ-কম্বলের ভিতর গুটিসুটি দিয়ে থাকা! তার ওপর যদি তুষারপাত বা বরফ ঘেরা জায়গা হয়, তাহলে তো কথাই নেই! এদিকে, এই ঠাণ্ডাতেই বরফমোড়া উপত্যকায় সেনা জওয়ান রা মজলেন ভলিবল খেলায়। চারিদিকে ততক্ষণে অবিরাম তুষারপাত। তবে তাকে তোয়াক্কা না করেই চলল সেনা জওয়ানদের এই খেলা। এমন ভিডিয়ো ভাইরাল হতেই , সেনা জওয়ানদের সাহসকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।