বাংলা নিউজ > দেখতেই হবে > Video: জগন্নাথদেবের স্নানযাত্রায় উৎসবের রেশ মাহেশ থেকে মায়াপুরে!

Video: জগন্নাথদেবের স্নানযাত্রায় উৎসবের রেশ মাহেশ থেকে মায়াপুরে!

জগন্নাথ দেবের স্নানযাত্রা ঘিরে ১৪ জুন সাজো সাজো রব... more

জগন্নাথ দেবের স্নানযাত্রা ঘিরে ১৪ জুন সাজো সাজো রব বাংলা জুড়ে। পূণ্যভূমি হুগলির মাহেশ থেকে নদিয়ার মায়াপুরে আজ উৎসব। বিভিন্ন পরম্পরা মেনে এদিন হুগলির মাহেশে চলেছে জগন্নাথ দেবের বিশেষ পুজো। রীতি মেনে তাঁর স্নান পর্বে বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে। সকাল থেকে উৎসবের রেশ মায়াপুরেও। নদিয়ার মায়াপুরের রাজাপুর গ্রামে চলছে জগন্নাথ দেবের স্নানযাত্রা ঘিরে উৎসব। মায়াপুর ইসকন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে এদিন সকাল থেকেই উৎসবের আসর।