বাংলা নিউজ >
দেখতেই হবে >
Sikh Police Officer Video: 'পাগড়ি পরেছি বলে খলিস্তানি বলবেন?' BJP সদস্যদের দিকে গর্জে উঠলেন পুলিশ অফিসার, ঠিক কী ঘটল?
Updated: 20 Feb 2024, 04:10 PM IST
Sritama Mitra
সন্দেশখালি ঢোকার মুখে বিজেপির প্রতিনিধিদের সঙ্গে পুলিশের বচসা ঘিরে তুলকালাম। দুই পক্ষের বচসার মাঝে বিজেপির সদস্যদের বিরুদ্ধে এক শিখ পুলিশ অফিসারকে 'খলিস্তানি' বলে আখ্যা দেওয়ার অভিযোগ উঠল। সেই অফিসার অভিযোগ করেন এমন মন্তব্য তাঁকে করা হয়েছে বিজেপির তরফে। অভিযোগ রয়েছে বিজেপির শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। সেখানে অগ্নিমাত্রা পলদেরও দেখা গিয়েছে। এক ভিডিয়ো ক্লিপে দেখা যায় বিষয়টি নিয়ে গর্জে উঠছেন শিখ পুলিশ অফিসার। রাজ্যের ওই পুলিশ অফিসারকে ঘিরে এই ঘটনার অভিযোগে প্রতিবাদে মুখর হন মমতাও। রাজ্যের মুখ্য়মন্ত্রী নিজের এক্স প্রোফাইলে সেই ঘটনার ক্লিপ তুলে ধরেন।