বাংলা নিউজ >
দেখতেই হবে >
Migratory birds in Bengal: সাঁতরাগাছিতে ঝিলে কমছে পরিযায়ী পাখীর সংখ্যা, বড় বিপদের ইঙ্গিত বলছেন বিশেষজ্ঞরা
Updated: 24 Jan 2024, 01:16 PM IST
Chiranjib Paul
এক ধাক্কায় এ বছর প্রায় দুহাজার পরিযায়ী পাখি কম এসেছে হাওড়ার সাঁতরাগাছি ঝিলে। উল্লেখযোগ্য ভাবে, গত কয়েক বছর ধরে ঝিলটিতে পরিযায়ী পাখির সংখ্যা কমছে। সম্প্রতি এক সমীক্ষার রিপোর্টে সেই তথ্য উঠে এসেছে। কোন কোন প্রজাতির পাখী আর আসে, না কমছে পাখীর সংখ্যা, তা জানালেন পক্ষী বিশারদ অপূর্ব চক্রবর্তী।