বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > একঝাঁক কুকুরের খপ্পরে এক ১১ বছর বয়সী! রুদ্ধশ্বাস পরিস্থিতি CCTV বন্দি

একঝাঁক কুকুরের খপ্পরে এক ১১ বছর বয়সী! রুদ্ধশ্বাস পরিস্থিতি CCTV বন্দি

এক সদ্য ভাইরাল হয়েছে ভিডিয়োয় এই ভিডিয়ো। এক ঝাঁক কুকুরের খপ্পরে পড়ে গিয়েছে এক ১১ বছর বয়সী। সিসিটিভিতে ধরা পড়া এই দৃশ্যে দেখা যাচ্ছে, কীভাবে ভয়ে পালাচ্ছে ওই ১১ বছর বয়সী। রাস্তায় তার সেই পরিস্থিতির পর, গেটের ভিতরে ঢুকে এসে সে পার পায়। দেখা যাচ্ছে, ১১ বছর বয়সী ওই মেয়েটি নিজের সোসাইটিতে ঢুকতেই এগিয়ে আসেন গার্ডরা। তাঁরাই তাড়িয়ে দেন পথচলতি কুকুরকে। ভিডিয়োয় উঠে এসেছে ভয়ঙ্কর এক দৃশ্য। ঝাঁকের মধ্যে থেকে একটি কুকুর ওই মেয়েটির জামা টানতে থাকে দাঁত দিয়ে। এমন ঘটনার পর মেয়েটিকে উদ্ধার করতে এগিয়ে আসেন ওই সিকিউরিটি গার্ডরা।