ভারতের মাটি বুলেট ট্রেন সইতে পারবে না! রেলমন্ত্রীর কথায় 'লজ্জা' পেলেন না নুসরত Updated: 19 Mar 2022, 06:36 PM IST লেখক Ayan Das ভারতে বুলেট ট্রেন চালানো নিয়ে অব্যাহত থাকল তরজা। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের খোঁচার পর নুসরত জাহান আবারও দাবি করলেন, জাপানের মতো বুলেট ট্রেন ভারতের মাটিতে চালানো যাবে না।