Updated: 02 Mar 2024, 03:08 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
আম্বানিদের অনুষ্ঠান মানেই তা রাজকীয় হবে, সেটাই স্বাভাবিক নয় কি! তবে অনুষ্ঠান না বলে, এটাকে উৎসব বলাই শ্রেয়। অনন্ত-রাধিকার বিয়ে হবে জুলাই মাসে, তবে তার আগে ১-২-৩ মার্চ, তিনদিন ধরে চলছে প্রাক-বিবাহ অনুষ্ঠান। যে অনুষ্ঠানে পারফর্ম করছেন আন্তর্জাতিক তারকা থেকে দেশি তারকারা। অনুষ্ঠানে পারফর্ম করতে আসছেন পপ তারকা রিহানা, এখবরে উত্তেজনা ছড়িয়েছিল বহু আগে থেকেই। ১ মার্চ, শুক্রবার অবশেষে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানের মঞ্চে আগুন ধরালেন রিহানা।