বাংলা নিউজ >
দেখতেই হবে >
Shruti Das: সদ্য বিবাহিত, তবু স্বামীকে না নিয়েই কেন পাহাড়ে বেড়াতে চলে গেলেন শ্রুতি?
Updated: 08 Feb 2024, 08:34 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
ছোট পর্দায় অভিনেত্রী শ্রুতি দাসের জনপ্রিয়তার কথা আলাদা করে না বললেও চলে। তবে 'রাঙা বউ' শেষ হতেই শ্রুতি আপাতত বড়পর্দায় পা রেখেছেন। উইন্ডোজ প্রোডাকশনের নতুন ছবি ‘আমার বস’-এ দেখা যাবে শ্রুতিকে। কিছুদিন আগেই ভিক্টোরিয়ার সামনে সেই ছবির শ্যুটিং করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে শ্য়ুট শেষ হতে আপাতত কাজ থেকে কিছুদিনের ছুটি। আর তাই বাবা-মাকে নিয়ে পাহাড়ে বেড়াতে চলে গিয়েছেন 'রাঙা বউ'।