Updated: 30 Dec 2021, 09:45 PM IST
লেখক Sritama Mitra
'যত হাঁটবেন তত হাসবেন ' এই বার্তাকে সামনে রেখে জ্ব... more
'যত হাঁটবেন তত হাসবেন ' এই বার্তাকে সামনে রেখে জ্বালানী খরচ বাঁচিয়ে ও পরিবেশ দূষণ রোধের লক্ষ্যে পায়ে হেঁটে সারা ভারত ভ্রমণ শুরু করেছেন ছত্রিশগড়ের বরোদাবাজার এলাকার দুই যুবক সৌরভ ও জিতেশ। সাধারণ মানুষকে হাঁটার বার্তা দেওয়া এবং নিজেকে নানান রোগ থেকে মুক্ত রাখার উদ্দেশে তাঁরা পদব্রজে ভারত ভ্রমণের সিদ্ধান্ত নিয়েছেন। ছত্রিশগড় থেকে রওনা হয়ে পায়ে হেঁটে ভুবনেশ্বর কলকাতা হয়ে আজ এসে পৌঁছেছেন রায়গঞ্জ শহরে। ২১ অক্টোবর ছত্রিশগড়ের বরোদা বাজারের দুই যুবক সৌরভ দিবাঙ্গন ও জিতেশ শর্মা পায়ে হেঁটে সারা ভারত ভ্রমণের উদ্দেশে রওনা হন। ভারতবর্ষের ২৮ টি অঙ্গরাজ্য পায়ে হেঁটেই পরিভ্রমণ করবেন তাঁরা। ৩ বছরের এই ভারত ভ্রমণ পরিক্রমা কর্মসূচিতে আজ তাঁরা এসে পৌঁছেছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে।