Video: ৪৮ ঘণ্টা পার করে অব্যাহত কুড়মি আন্দোলনে রেল অবরোধ! কী বলছে রাজনৈতিক শিবির?
Updated: 22 Sep 2022, 08:33 PM IST৪৮ ঘণ্টা পরা করেছে কুড়মি আন্দোলনের জেরে রেল অবরোধ। তাঁদের দাবি, তফসিলি উপজাতি তালিকায় আনতে হবে তাঁদের। এই দাবি নিয়ে রেল ও জাতীয় সড়ক অবরুদ্ধ করেছেন তাঁরা। যার জেরে রেল যোগাযোগের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়েছে। বহু দূর পাল্লার ট্রেন বাতিল হয়েছে। রেল অবরোধের জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর শাখা ও পূর্ব রেলের আদ্রা শাখার রেল যোগাযোগ। পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে রেল অবরোধ চালিয়ে যাচ্ছেন কুড়মি আন্দোলনে অংশগ্রহণকারীরা। তৃণমূল কংগ্রেস সভাপতি সৌমেন বেলথোরিয়া বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। বিজেপির তরফে জেলা সম্পাদক তথা বিধায়ক নরহরি মাহাতো আশ্বাস দিচ্ছেন আলোচনার। অন্য়দিকে, বামেদের তরফে পুরুলিয়া জেলা সম্পাদক সিপিআইএম প্রদীপ রায়ও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।