Updated: 20 Jul 2022, 10:37 PM IST
লেখক Sritama Mitra
রাত পোহালেই ২১ শে জুলাই। শহিদ দিবস উপলক্ষ্যে কার্য... more
রাত পোহালেই ২১ শে জুলাই। শহিদ দিবস উপলক্ষ্যে কার্যত সাজো সাজো রব গোটা কলকাতায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল সমর্থকরা জড়ো হচ্ছেন কলকাতায়। এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েগান বাঁধলেন পূর্ব মেদিনীপুরের রূপম ও হাওড়ার সায়নরা। মৌমিতা মুখোপাধ্যায় ও সায়ন ভট্টাচাৰ্য দুজনে জুটি বেঁধে গাইলেন গান। গানের সুর দিয়েছেন সায়ন ও তাঁর স্ত্রী ছন্দা ভট্যাচার্য। কিন্তু কীভাবে এল এই গানের প্রেরণা? ছন্দারা তুলে ধরলেন লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্য সাথীর প্রসঙ্গ।