বাংলা নিউজ > ভাগ্যলিপি > একই রাশিতে দুই শত্রু গ্রহের বিচরণ, তিনটি রাশির জন্য সময় বিপজ্জনক, হতে পারে ক্ষতি
জ্যোতিষে বুধ ও মঙ্গল পরস্পরের শত্রু। এ সময় এই দুই শত্রু গ্রহ এক সঙ্গে একই রাশিতে বিরাজ করছে। যার ফলে কয়েকটি রাশির ওপর অশুভ প্রভাব পড়ছে। গত ২০ জুলাই সিংহে প্রবেশ করেছিল মঙ্গল। তার পর ৯ অগস্ট সিংহ রাশিতে বুধের গোচর হয়। বর্তমানে এই দুই গ্রহ একই রাশিতে অবস্থিত। বুধ ও মঙ্গলের যুতি কোন রাশির জন্য অশুভ, তা জেনে নিন—
মেষ
- স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে পারেন।
- এ সময় গাড়ি চালাবেন না।
- দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে।
- লেন-দেন করবেন না।
- লগ্নির ফলে ক্ষতি হতে পারে।
- জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন।
- ভেবেচিন্তে অর্থ ব্যয় করুন।
কর্কট
- বিবাদ এড়িয়ে চলুন।
- ধৈর্য ধরুন।
- রাগ করবেন না।
- রাগ করলে আপনারই ক্ষতি হবে।
- কাজে সাফল্যের জন্য অধিক পরিশ্রম করতে হবে।
- আর্থিক লাভের যোগ সৃষ্টি হচ্ছে। তবে ভেবেচিন্তে ব্যয় করুন।
- লেনদেন থেকে বিরত থাকুন।
- লগ্নির জন্য এই সময় সঠিক নয়।
মীন
- কাজে সাফল্য লাভের জন্য কঠিন পরিশ্রম করতে হবে।
- ধৈর্য ধরুন।
- আর্থিক পরিস্থিতি ঠিক-ঠাক থাকবে। তবে ভেবেচিন্তে ব্যয় করুন।
- পারিবারিক জীবনে সমস্যার মুখে পড়তে পারেন।
- জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন।
- লেনদেন করবেন না।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর