বাংলা নিউজ > ভাগ্যলিপি > Adhimas 2023: ১৯ বছর পর ঘটছে শ্রাবণ অধিমাসের কাকতালীয় ঘটনা, এই সময়ে বন্ধ থাকবে সব শুভ কাজ

Adhimas 2023: ১৯ বছর পর ঘটছে শ্রাবণ অধিমাসের কাকতালীয় ঘটনা, এই সময়ে বন্ধ থাকবে সব শুভ কাজ

এ বছর ১৯ বছর পর আবারও কাকতালীয়ভাবে ঘটছে শ্রাবণ (শবন) অধীমাস।

Adhimas 2023: অধিমাস ১৮ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত হবে। এই সময়ে, কোন কোন শুভ কাজের উপর নিষেধাজ্ঞা থাকে, জেনে নিন এখান থেকে।

এ বছর ১৯ বছর পর আবারও কাকতালীয়ভাবে ঘটছে শ্রাবণ (শবন) অধীমাস। এ কারণে চর্তুমাস হবে পাঁচ মাস। পৌরাণিক বিশ্বাস অনুসারে, চর্তুমাসের সময় ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শয়ন করবেন। এই সময়, ভগবান শিব বিশ্ব পরিচালনার যত্ন নেন। চর্তুমাসের সময় বিবাহ, মুণ্ডন, কাঞ্চেদান প্রভৃতি শুভকাজে পাঁচ মাস বিরতি থাকবে। ১৯ বছর পর বিক্রম সংবত ২০৮০ অর্থাৎ ২০২৩ সালে শ্রাবণ হবে অধীমাস। অধিমাস ১৮ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত হবে। অধিমাসের আগে আসবে সোমবতী অমাবস্যার উৎসব। অধীমাসে শুভকাজে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। এতে ভবন নির্মাণ, গৃহ প্রবেশ, দেবতা স্থাপন, কূপ খনন ইত্যাদি সবই বন্ধ থাকবে।

এ বছর চাতুর্মাস হবে পাঁচ মাস। আষাঢ় শুক্ল বৃহস্পতিবার ২৯ জুলাই দেবশয়নী একাদশী হবে। ২৩ নভেম্বর দেব প্রবোধিনী একাদশীতে দেব জেগে উঠবেন।

শ্রাবণ অধীমাসের কারণে বিভিন্ন উৎসবের তারিখও পরিবর্তন হবে। পূর্ণিমা হবে ১ আগস্ট। সংকষ্টী চতুর্থী শেষ হবে ৪ আগস্ট, পুরুষোত্তম মাস শেষ হবে ১৬ আগস্ট। উপবাসের পূর্ণিমা, যজুর্বেদের উপকর্ম, রক্ষা বন্ধন অগাস্ট মাসের শেষ দিনে ৩০ অগাস্ট অনুষ্ঠিত হবে। ঋগ্বেদের উপকর্ম ২৯শে আগস্ট হবে। মাস শেষ হবে ৩১শে আগস্ট। আষাঢ় পূর্ণিমার এক মাস পরেই হয় রক্ষাবন্ধন। এ বছর দুই মাস পর হবে রক্ষাবন্ধন। বোনেরা ভাইদের কব্জিতে রাখি বাঁধতে আষাঢ় পূর্ণিমার পর থেকে দুই মাস অপেক্ষা করবেন।

বন্ধ করুন