বাংলা নিউজ > ক্রিকেট > DC vs GT, IPL 2024: ইমপ্যাক্ট প্লেয়ারের এই নিয়মের জন্য অলরাউন্ডারদের ভূমিকা বিপদের মুখে-রোহিতের কথাকেই সমর্থন অক্ষরের

DC vs GT, IPL 2024: ইমপ্যাক্ট প্লেয়ারের এই নিয়মের জন্য অলরাউন্ডারদের ভূমিকা বিপদের মুখে-রোহিতের কথাকেই সমর্থন অক্ষরের

ইমপ্যাক্ট প্লেয়ারের এই নিয়মের জন্য অলরাউন্ডারদের ভূমিকা বিপদের মুখে-রোহিতের কথাকেই সমর্থন অক্ষরের। ছবি: এপি

Impact Player rule under fire: আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছেন ক্রিকেটাররা। রোহিত শর্মা প্রথম এই বিষয়ে নিজের অপছন্দের কথা জানিয়েছিলেন। তার পর সরব হয়েছিলেন জাতীয় দলে তাঁর সতীর্থ মহম্মদ সিরাজ। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হলেন অক্ষর প্যাটেলও।

আইপিএলের মাঝেই চাঞ্চল্যকর দাবি করলেন অক্ষর প্যাটেল। তিনি ইমপ্যাক্ট প্লেয়ারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন। তাঁর মতে, এই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণেই অলরাউন্ডাদের গুরুত্ব কমে যাচ্ছে।

অক্ষর নিজে ভারতের স্পিনার-অলরাউন্ডার। বাঁ-হাতি স্পিনার হওয়ার পাশাপাশি, তিনি অত্যন্ত দক্ষ ব্যাটারও। কিন্তু জিও সিনেমায় এক সাক্ষাৎকারে অক্ষর বলেছেন, ‘একজন অলরাউন্ডার হিসেবে, আমি অনুভব করি যে, ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে একজন অলরাউন্ডারের গুরুত্ব কমে যাচ্ছে। তাদের ভূমিকা বিপদের মুখেই। প্রতিটি দলই একজন খাঁটি ব্যাটার বা একজন খাঁটি বোলার খেলাতে চায়। ইমপ্যাক্ট প্লেয়ারের সুবিধে থাকায়, অলরাউন্ডারদের আর সেভাবে ব্যবহার করা হচ্ছে না।’

আরও পড়ুন: শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না গুজরাট, ৪ রানে জিতে অক্সিজেন পেল দিল্লি

তিনি আরও যোগ করেছেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকায়, প্রতিটি দলই ম্যাচের আগে মাথায় রাখে যে, তাদের ছয় জন ব্যাটার বা বোলার আছে, তারা ব্যাটিং বা বোলিং করছে কিনা, তার উপর নির্ভর করে এই ভাবনা। এটি মাঝে মাঝে অনেক বিভ্রান্তির সৃষ্টি করে।’

ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বেশ কয়েক জন প্রাক্তন খেলোয়াড়ও এই নিয়মের সমালোচনা করেছিলেন। মহম্মদ সিরাজ এই নিয়মের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এবার সেই তালিকায় অক্ষর প্যাটেলের নামও যোগ হল। ২০২৩ সালে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মটি চালু হয়। এই নিয়মে দলগুলি ইনিংস ব্রেকে একজন করে প্লেয়ার পরিবর্তন করার সুযোগ পায়। তবে এই নিয়ম নিয়ে এখন তীব্র বিতর্ক শুরু হয়েছে।

আরও পড়ুন: শেষ ২ ওভারে দিল্লি হাফসেঞ্চুরি করল, পন্ত-স্টাবস ঝড়ে স্কোর ১৭১ থেকে পৌঁছে গেল ২২৪-এ, হল বড় রেকর্ড

এদিকে বুধবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে অক্ষরকে ব্যাটিং অর্ডারের তিনে প্রোমোশন দেওয়া হয়। আর তিনে নেমে নিজেকে প্রমাণও করেন অক্ষর প্য়াটেল। দুর্দান্ত একটা ইনিংস খেলেন তিনি। পাওয়ার প্লে-র শেষে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে যখন কেঁপে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস, সেই সময়ে অক্ষর প্যাটেল এবং ঋষভ পন্ত মিলে হাল ধরেন। তাঁরা চতুর্থ উইকেটে ১১৩ রান যোগ করেন। ৪৩ বলে ৬৬ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন অক্ষর।

ম্যাচের পর অক্ষর বলেন, ‘আমি আগে জানতাম না যে, তিন নম্বরে ব্যাট করব। যখন আমাদের ব্যাটিং এলো, আমাকে বলা হয়েছিল যে, টিম ম্য়ানেজমেন্ট আমারে তিনে খেলানোর কথা ভাবছে। কারণ টাইটান্সের তিনজন স্পিনার খেলছে। প্রথমে ওরা ঋষভকে জিজ্ঞেস করেছিল এবং তার পর আমার সঙ্গে আলোচনা করে। জানিয়ে দিই যে, আমি তিনে নামতে তৈরি।’

আরও পড়ুন: ৩ উইকেট পেলেও, কোটা পূরণ করলেন না সন্দীপ, ০/৭৩ পরিসংখ্যানে বল করে লজ্জার নজির মোহিতের

তিনি আরও যোগ করেন, ‘ঋষভও যেতে চেয়েছিল, কিন্তু তার পর আমি ওকে বলেছিলাম যে, ওরা পরেও স্পিনারদের ব্যবহার করবে, এবং ওকে ৪ নম্বরে যেতে হবে কারণ ও মিডল ওভারগুলি ভালো ভাবে পরিচালনা করতে পারে।’

বল হাতেও অক্ষর বুধবার ১ উইকেট তুলে নিয়েছিলেন। নিজের বোলিং প্রসঙ্গে অক্ষর বলেছেন, ‘আমি নতুন কিছু করছি না। আমি শুধু গতিতে বৈচিত্র্য যোগ করছি। আগে আমার ধীরগতির বল করার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ছিলাম না, কিন্তু ব্যাটার ডানহাতি হোক, বা বাঁ-হাতি, আমি সেই আত্মবিশ্বাস খুঁজে পেয়েছি। গতির বৈচিত্র্য এখন একটি বড় পার্থক্য তৈরি করছে।’

3 নম্বরে উন্নীত, অক্ষর পাল্টা আক্রমণে 43 বলে 66 রান করেন এবং অধিনায়ক ঋষভ পন্তের সাথে বুধবার এখানে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে 44/3 থেকে 224/4-এ উন্নীত করেন।

পরে, তিনি একটি উইকেট তুলে নেন কারণ ডিসি সফলভাবে তাদের মোটকে চার রানে জয়ের জন্য রক্ষা করে।

ক্রিকেট খবর

Latest News

সরকারি হাসপাতালের ভিতরে ইচ্ছামতো ঘুরে বেড়াতে পারেন না সিভিক ভলান্টিয়াররা: CJI নতুন বছর শুরুর ১০৩ দিনেই মারা গিয়েছেন ৪৭টি বাঘ, রিপোর্টে চাঞ্চল্য ‘আমি তো ভেবেছিলাম সিওর ছয়!কপাল জোরে বেঁচেছি’…সূর্যর ক্যাচ এখনও চোখে ভাসে পন্তের… মাঠে জমে জল,নেই পর্যাপ্ত পরিকাঠামো! শুরু করা গেল না টেস্ট ম্যাচ!মুখ পুড়ল ভারতের সুপ্রিম কোর্টে সরকার 'মিথ্যে' বলছে, দাবি চিকিৎসকদের,সমর্থনে প্রমাণ পেশ সুদীপ্তার 'রেপ-টেপ সব জায়গাতেই হয়..', আরজি কর ইস্যুতে বেফাঁস ডোনা, তুলোধনা সৌরভ ঘরণীকে! আশ্বিন মাসে কালাষ্টমী কবে? জেনে নিন পুজোর দিন ক্ষণ তিথি ও পুজো পদ্ধতি অভিযোগ নেয় না পুলিশ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভ্রাতৃবধূকে মারধর হোমগার্ডের আগে অলিম্পিক্সে পৌঁছে দেখান…, ট্রোলের মুখে নেটিজেনদের এক হাত নিলেন সাইনা বউবাজারের বিপত্তিতে আরও দেরিতে চালু শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো? মুখ খুলল KMRCL

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.