বহু প্রচেষ্টা সত্ত্বেও জীবনে সাফল্য লাভ না করলে অথবা বারবার বাধার মুখে পড়লে জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত কিছু উপায় করে দেখতে পারেন। ভোরবেলা ঘুম থেকে উঠে এই উপায় করলে সমস্যা মুক্তি ঘটবে এবং জীবনে উন্নতি লাভ করবেন।
গরুকে রুটি খাওয়ান
কাজে সফল না হলে প্রতিদিন সকালে রুটি করার সময় প্রথম রুটি গরুর জন্য বের করে রেখে দিন। বাড়ির আশপাশে কোনও গরু দেখা দিলে তাকে সেই রুটি খাইয়ে দিন।
দই-চিনি খেয়ে বাড়ি থেকে বের হন
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, আপনি যখনই কোনও কাজের জন্য বাড়ি থেকে বের হন, তখন দই-চিনি খেয়ে বের হন। এর ফলে ভেস্তে যাওয়া কাজ সহজে পূর্ণ হবে।
কাককে ভাত খাওয়ান
শনি রুষ্ট হলে নানা কাজে বাধা দেখা দিতে পারে। কোষ্ঠিতে উপস্থিত দুর্বল শনিকে মজবুত করার জন্য শনিবার সকালে কাককে ভাত খাওয়ান। এর ফলে শনি দোষ দূর হবে।
বজরংবলীর পুজো করুন
নিজের কাজ সাফল্যের সঙ্গে পূর্ণ করার জন্য সঙ্কটমোচন হনুমানের পুজো করলে বিশেষ ফল লাভ করতে পারেন। সকালে উঠে একটি নারকেলে মৌলী সুতো বেঁধে পঞ্চমুখী হনুমানের মন্দিরে অর্পণ করুন। পাশাপাশি লাল সিঁদূর, অক্ষত ও ফুলও বজরংবলীকে অর্পণ করবেন। এর ফলে উন্নতির পথ প্রশস্ত হবে।
ডান পা আগে রাখুন
এমন অনেক ছোটো ছোটো জিনিস রয়েছে, যে বিষয় আপনি সচেতন নন, অথচ এই সমস্ত জিনিসই আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে। কোনও কাজের জন্য বাড়ি থেকে বেরোনোর সময় ডান পা আগে বের করুন। এর ফলে কাজে বাধা উৎপন্ন হওয়ার সম্ভাবনা কমে যাবে।