বৈদিক জ্যোতিষ বলছে, খুব শিগগির বুধ গ্রহের গোচর সম্পন্ন হতে চলেছে। উল্লেখ্য, আর হাতে মাত্র কয়েকটি দিন তারপরই এই গোচর পর্ব সম্পন্ন হতে চলেছে। মনে করা হচ্ছে, আসন্ন বুধের গোচরে ৩ টি রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা এতে লাভবান হবেন।
1/6বৈদিক জ্যোতিষমতে, সময়ে সময়ে বিভিন্ন গ্রহ নিজের মতো করে পরিবর্তন করে তাঁদের রাশি। প্রতিটি গ্রহেরই কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। সেই কারণে, এই গ্রহগুলির রাশি পরিবর্তন হওয়ার ফলে নানান ধরনের প্রভাব পড়তে পারে তাদের রাশিফলে।
2/6বৈদিক জ্যোতিষ বলছে, খুব শিগগির বুধ গ্রহের গোচর সম্পন্ন হতে চলেছে। উল্লেখ্য, আর হাতে মাত্র কয়েকটি দিন তারপরই এই গোচর পর্ব সম্পন্ন হতে চলেছে। মনে করা হচ্ছে, আসন্ন বুধের গোচরে ৩ টি রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা এতে লাভবান হবেন।
3/6মেষ- বুধের গোচর আপনাদের জন্য খুবই লাভদায়ী প্রমাণিত হতে পারে। আপনাদের রাশিতে আর্থিক উন্নতির রাস্তা অনেকটাই সুগম হবে। আপনার আয়ে ভালোরকমের বৃদ্ধি হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। কোনও নতুন ব্যবসা শুরু হতে পারে এই সময়।
4/6বৃষ- আপনার কর্মক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা শুভ সময় পেতে পারেন। পেশাগত জীবনের দিক থেকেও পেতে পারেন উন্নতি। চাকুরিজীবীদের নতুন সুযোগ আসবে, ব্যবসায়ীদের লাভের অঙ্ক বাড়বে। ব্যবসার বিস্তার হতে পারে।
5/6মকর-ধন সম্পত্তির দিক থেকে এই সময়কাল আপনাদের জন্য ভালো কাটতে চলেছে। বুধের গোচর আপনাদের ধন সম্পত্তির দিক থেকে আরও উন্নত করবে। আকস্মিক ধনলাভ হতে পারে এই সময়ে। বুধের কৃপায় ধন সম্পত্তির প্রাপ্তি হতে পারে। বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। কোনও ঋণ নিয়ে থাকলে তা এই সময় মিটিয়ে দিতে পারবেন।
6/6উল্লেখ্য, আসন্ন ফেব্রুয়ারি মাসে বুধের গোচর রয়েছে। এই সময়কালে বহু রাশিতে, তর্ক থেকে শুরু করে বুদ্ধির বিকাশের সুযোগ রয়েছে। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)