Budh Uday 2023 Astrology: শুক্রবার জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যে দিনটা মা সন্তোষীর দিন হিসেবে বিবেচিত হয়। সেইসঙ্গে শুক্রবার (১৩ জানুয়ারি) আবার উদিত হতে চলেছেন গ্রহের রাজকুমার বুধ। কোন কোন রাশির জাতকদের উন্নতি হবে, তা দেখে নিন -
1/5শুক্রবার (১৩ জানুয়ারি) উদিত হবেন বুধ। অর্থাৎ কয়েক ঘণ্টা পরেই বুধের অবস্থান পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ উদিত হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকদের জীবনে ফিরবে সুখ-সমৃদ্ধি। ব্যবসার ক্ষেত্রে মুনাফা বৃদ্ধির সম্ভাবনা আছে।
2/5বৃষ রাশি- বুধ উদিত হওয়ার ফলে বৃষ রাশির জাতকদের অনুকূল সময় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃষ রাশির জাতকরা ভাগ্যের সহায়তা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি মিলবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা শুভ ফল লাভ করবেন। কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা।
3/5সিংহ রাশি- গ্রহের রাজকুমার বুধ উদিত হওয়ার ফলে সিংহ রাশির জাতকরা অত্যন্ত শুভ ফল লাভ করবেন। আচমকা হাতে টাকা আসতে পারে। ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন। তাঁদের ব্যবসার বহর বাড়বে। যে ধনু রাশির জাতকরা চাকরি করেন, তাঁদের সামনে নয়া সুযোগ আসবে। আটকে থাকা টাকা অবশেষে ফেরত পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5বৃশ্চিক রাশি- বুধ উদিত হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃশ্চিক রাশির যে স্থানে বুধ উদিত হতে চলেছেন, তাতে শিক্ষা, প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো ফল মিলবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের মুনাফা বৃদ্ধি পাবে। চাকরির ক্ষেত্রে ভালো সময় কাটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যাঁরা চাকরির পরীক্ষা দেবেন, তাঁরা শুভ ফল লাভ করবেন।
5/5মীন রাশি- বুধ উদিত হওয়ার ফলে মীন রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। এই রাশির জাতকদের আয় বৃদ্ধির প্রবল যোগ তৈরি হতে চলেছে। যে মীন রাশির জাতকরা নয়া কাজ শুরু করতে চান, তাঁদের আয়ের নয়া উৎস তৈরি হতে চলেছে। নয়া কাজ শুরুর জন্য এটা ভালো সময়। যাঁরা বিনিয়োগ করতে চান, তাঁদের মুনাফা লাভের প্রবল সম্ভাবনা আছে।