আজ (২৪ মার্চ) সকাল ১০টা ৪৪ মিনিটে রাশি পরিবর্তন করবে বুধ। বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে বুধ। এই রাশিতে বুধ নীচস্থ। মীন রাশিতে আগে থেকেই গ্রহের রাজা সূর্যের বিচরণ হচ্ছে। এবার এই রাশিতে বুধের প্রবেশ করায় সেখানে বুধাদিত্য যোগ সষ্টি হবে। ৮ এপ্রিল পর্যন্ত এই যোগ থাকছে। বুধাদিত্য যোগের প্রভাবে ৪টি রাশির ধনলাভের পথ প্রশস্ত হচ্ছে। কোন কোন রাশি এই তালিকায় রয়েছে জেনে নিন—
বৃষ- এ সময় আয় বৃদ্ধি হবে। পাশাপাশি ব্যবসায় লাভ হতে পারে। রাজনীতিতে সক্রিয় ব্যক্তিরা পদ লাভ করতে পারেন। সমাজে মান-সম্মান লাভ ও প্রতিষ্ঠা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে।
মিথুন- বুধাদিত্য যোগের প্রভাবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। ব্যবসায় ভালো ধন লাভের যোগ রয়েছে। নতুন ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠারও সম্ভাবনা রয়েছে। পড়সড় কোনও চুক্তি চূড়ান্ত হতে পারে। রাজনীতিতে সক্রিয় জাতকরা পদ-প্রতিষ্ঠা লাভ করতে পারেন।
কর্কট- ভাগ্যের পূর্ণ সঙ্গ লাভ করবেন। আটকে থাকা কাজ পূর্ণ হবে। ব্যবসায় প্রত্যাশিত সাফল্য লাভ করবেন। প্রতিযোগী ছাত্ররা এ সময় সাফল্য লাভ করতে পারেন। পরীক্ষায় পাশ করবেন। রাজনীতিতে সাফল্য লাভ সম্ভব।
কুম্ভ- বুধাদিত্য যোগের প্রভাবে আকস্মিক ধন লাভ হতে পারে। আটকে থাকা টাকাও পেতে পারেন। বিদেশ থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তেল, পেট্রোলিয়াম, লোহার ব্যবসায়ীদের বিশেষ লাভ হবে।
ে।