Dainik Rashifal 6 January 2023: সপ্তাহের শেষদিকের দিন শুক্রবার। ৬ জানুয়ারি ২০২৩ সালের রাশিফলে উঠে আসছে বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে মেষ থেকে মীনের ভাগ্যে কী রয়েছে, তার আভাস। স্বাস্থ্য থেকে প্রেম, আর্থিক দিক থেকে কেরিয়ারের উন্নতি নিয়ে রাশিফলে রয়েছে কোন বার্তা, দেখে নেওয়া যাক।
1/13বৈদিক জ্যোতিষ মতে অর্থ, সম্পত্তি, প্রেম, চাকরি থেকে ব্যবসার গতিবিধি কেমন কাটবে একটি দিনের মধ্যে, তার আভাস থাকে দৈনিক রাশিফলে। জ্যোতিষ গণনায় ৬ জানুয়ারি ২০২৩ সালের রাশিফলে উঠে এসেছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের জীবনের নানান দিক। দেখে নেওয়া যাক ১২ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের রাশিফল কী বলছে?
2/13মেষ- আজকের দিনটি ব্যবসায়ীদের পক্ষে খুবই শুভ দিন। কোনও প্রকল্পে বিনিয়োগের উদ্যোগ নিলে তা শুরু করতে পারেন। যে কাজের জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছেন, তা নিয়ে সতর্ক হোন। প্রেম করছেন এমন ব্যক্তিরদের জীবনে কোনও তৃতীয় ব্যক্তির প্রবেশ হতে পারে। ফলে সম্পর্কে বিভ্রান্তি তৈরি হবে। বহু ঝগড়া ঝাঁটি হতে পারে প্রেমে। একাধিক জায়গা থেকে অর্থলাভের সন্ধান পেতে পারেন।
3/13বৃষ-আজকের দিনটি খানিকটা ভালো খানিকটা মন্দয় কাটবে। কর্মক্ষেত্রে সমস্ত কাজের দিকে পুরো মনোনিবেশ করুন। মন দিয়ে কাজ করে গেলে কোনও মতেই আপনার শত্রুরা আপনাকে বিব্রত করতে পারবে না। কোনও আটকে থাকা কাজ আজ সম্পন্ন হতে পারে। সন্তানের থেকে বেশি আশা করতে হবে না। তা ভঙ্গ হতে পারে। কোনও আটকে থাকা কাজ আজ সম্পন্ন হবে।
4/13মিথুন- মান সম্মান আজকের দিনে বাড়তে পারে। কোনও বাইরের কারোর সামনে নিজের মনের কথা বলার থেকে নিজেকে রুখে নিন। শেয়ারে যাঁরা টাকা বিনিয়োগ করছেন, তাঁদের জন্য আজকের দিনটি ভালো। আপনার সরল স্বভাবের জন্য আপনার মান সম্মান বাড়তে পারে। কোনও প্রিয় ব্যক্তির কারোর সুখবর পেতে পারেন আপনারা। পারিবারিক বিষয়ে কোনও বাইরের ব্যক্তির থেকে পরামর্শ নেবেননা। এতে বিপদ হতে পারে।
5/13কর্কট- আজকের দিনটি আপনার জন্য উন্নতি দিতে পারে। আপনাকে কর্মক্ষেত্রে কোনও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। পড়ুয়ারা নিজেদের পরীক্ষায় ভালো ফলের আশা করতে পারেন। তাতেই পেতে পারেন সাফল্য। চারিদিকে কোনও সুখের পরিবেশ থাকবে। মন ভালো থাকবে। সন্তানের কেরিয়ার নিয়ে চিন্তা থেকেই যাবে।
6/13সিংহ-মনের ইচ্ছে মতো কাজ আজ করতে পারেন। সম্পত্তিকে কেন্দ্র করে যদি কোনও বিবাদ বা আইনি সমস্যা হয়ে যায়, তাহলে তা থেকে পেতে পারেন রেহাই। চাকরিরতরা নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। দায়িত্ব নিয়ে বিন্দুমাত্র ভয় পাবেন না। নিজের সমস্ত চেষ্টা দিয়ে দায়িত্ব কর্তব্য পালন করুন। গৃহস্থ জীবনে থাকা মানুষ কোনও পারিবারিক সমস্যায় পড়তে পারেন। সন্তানের দিক থেকে চিন্তা কম হবে।
7/13কন্যা- আজ প্রতিটি কাজে থাকবে নতুন করে উৎসাহ। তবে লেনদেন খুব সাবধানে করবেন। কারওর থেকে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। ঋণ নিলেই ঘোর বিপদ আসন্ন। কোনও সিদ্ধান্ত নিতে সমস্যা হলে বাড়ির বর্ষীয়ানদের সঙ্গে কথা বলুন। পরিবারের কোনও সদস্যের সঙ্গে কেনা কাটা করতে পারেন। নিজের সমস্ত উদ্দম ও উৎসাহকে নিজের কাজের মধ্যে নিমজ্জিত করে ফেলুন।
8/13তুলা-আলস্যে ঠাসা থাকবে আজকের দিনটি। যদি নিজের কাজে পুরো ফোকাস না দিতে পারেন, তাহলে সমস্যা আসতে পারে। কোনও ধার্মিক কাজে অংশ নিতে পারেন। এতে মানসিক শান্তি আসবে। কোনও ব্যবসা সংক্রান্ত পরামর্শ প্রয়োজন হলে তা নিন নিজের ঘনিষ্ঠ কারোর কাছ থেকে। শিক্ষা ক্ষেত্রে কিছুটা বাধা পেতে পারেন।
9/13বৃশ্চিক- কোনও আইনি জটিলতায় ফেঁসে থাকলে তা আজ খানিকটা শেষের দিকে এগিয়ে যাবে। মিডিয়া ও মার্কেটিংয়ের সঙ্গে জড়িতরা আজকের দিনে দেখতে পাবেন সুখের মুখ। যেকোনও দিক থেকে ভালো মুনাফা পেতে পারেন। পারিবারিক জীবনে আসতে পারে বিপত্তি। যেকোনও সংকট থেকে রেহাই পেতে ধৈর্য ধরে নিন। কেউ না চাইলে তাঁকে জ্ঞান দিতে যাবেন না।
10/13ধনু- যেকোনও জায়গায় বিনিয়োগ করলে পাবেন উপকার। অবিবাহিত জাতক জাতিকাদের জীবনে আসতে পারে কোনও জীবনসঙ্গীর খোঁজ। ফলে প্রেমের রাস্তায় হাঁটার নতুন সুযোগ পেতে পারেন এই সময়ে। কর্মক্ষেত্রে আপনি কোনও ভালো কাজের জন্য পুরস্কৃত হতে পারেন। ব্যবসায়ীরা কোনও বড় অর্ডার পেতে পারেন ব্যবসার কাজে। আজ খরচায় লাগাম দেওয়ার দিন, নয়তো বিপদ বাড়তে পারে।
11/13মকর- আজকের দিনটি কেরিয়ারের দিক থেকে ভালো দিন। একাধিক উৎস থেকে পেতে পারেন লাভ। আসবে টাকা। টাকা ঘরে আসায় আপনার মন থাকবে প্রসন্ন। তবে টাকা আসছে বলে সব খরচ করতে শুরু করবেন না, এতে বিপদ বাড়তে পারে। কোনও একটি কাজের নতুন শুরু করতে পারেন। প্রেমিক প্রেমিকারা সম্পর্কে তৃতীয় ব্যক্তিকে প্রবেশের পথ রুখে দিন। নয়তো সমস্যা বাড়তে পারে। কিছু ক্ষেক্রে বাধ্যতামূলকভাবে খরচ করতে হতে পারে। যারফলে বিপদ বাড়তে পারে।
12/13কুম্ভ- আজকের দিনটি খুবই চ্যালেঞ্জপূর্ণ হবে। কর্মক্ষেত্রে বিশেষ করে কোনও একটি চ্যালেঞ্জ আসবে। যা নিয়ে আপনি সামান্য চিন্তায় থাকবেন। কাজ অধিক হওয়ার কারণে আপনারা ব্যস্ত থাকবেন। ফলে পরিবারের কোনও সদস্যকে দেওয়া প্রতিশ্রুতি পালনে আপনি ব্যর্থ হবেন। সেই ব্যক্তিরা হবেন মুনক্ষুণ্ণ। এই সমস্যা আরও এক ব্যক্তির সহযোগিতায় দূর করতে সমর্থ হবেন।
13/13মীন- আজ কোনও সম্পত্তি পেতে হলে তার জন্য খুবই ভালো দিন। কোনও রক্তের সম্পর্কের আত্মীয়ের সঙ্গে বাড়বে ঘনিষ্ঠতা। পরিবারের সম্পর্কগুলির মধ্যে আপনারা ভারসাম্য বজায় রাখুন। পারিবারিক দিকে খেয়াল রাখুন, এতে সমস্যা বাড়তে পারে। খরচা একটু কম করে করতে হবে। যদি আজ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে সেক্ষেত্রে সাবধানে গাড়ি চালান। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)