
আজ রাশিফল: জানুন ধনু-মকর-কুম্ভ-মীন রাশির ভাগ্যফল 19 December -এর জন্য
১ মিনিটে পড়ুন . Updated: 19 Dec 2020, 12:09 AM IST- শনিবার কোন রাশির কী পূর্বাভাস, জানাচ্ছেন জ্যোতিষীরা।
ধনু- সমাজসেবা মূলক কাজ প্রশংসিত হবে। জীবনসঙ্গীর সঙ্গে আনন্দে সময় কাটাবেন। অফিসে কাজের চাপ থাকবে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন।
মকর- অবসাদ বা কাজের কারণে মেজাজ খিটখিটে থাকবে। এ ব্যাপারে কোনও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। সময় থাকতে এই সমস্যার সমাধান করুন। দরিদ্রদের সাহায্য করুন। চিন্তা দূর হবে। ছাত্রদের জন্য দিন ভালো। স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। কোনও কাজের কারণে যাত্রায় যেতে পারেন।
কুম্ভ- অফিসে কোনও বিষয় সহকর্মীর সঙ্গে অসহমত পোষণ করবেন। কথাবার্তায় সাবধানতা অবলম্বন করুন ও ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। নিকটাত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। ব্যবসা ভালো চলবে। নতুন কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে।
মীন- পরিকল্পনামাফিক কাজ করা উচিত। কাজের ধরণ সঠিক হবে। আটকে থাকা কাজ পুরো হতে পারে। আপনার আপন কোনও ব্যক্তিই আপনার গোপন কথা ফাঁস করবে। কোনও কাজ পুরো হওয়ায় আত্মসন্তুষ্টি অনুভব করবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে।