
শ্রাবণে বেলগাছের পুজোয় প্রসন্ন হন শিব, মেলে সুফল
১ মিনিটে পড়ুন . Updated: 28 Jul 2020, 08:30 AM IST- বেলগাছের পুজো করলেও মহাদেবকে প্রসন্ন করা যেতে পারে। আবার বিল্বগাছ বাস্তুদোষও দূর করতে পারে।
হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী, বেলপাতা শিবের অত্যধিক প্রিয়। তাই শিবের পাশাপাশি বিল্ব গাছের পুজো করলেও মহাদেবকে প্রসন্ন করা যেতে পারে। আবার বিল্বগাছ বাস্তুদোষও দূর করতে পারে।
তবে মনে রাখবেন, বাড়ির উত্তর-পশ্চিম দিকে বিল্ব গাছ লাগানো উচিত। এমন করলে যশ বৃদ্ধি হয়। তবে কেউ যদি প্রসিদ্ধি ও সম্মানের কামনা করে থাকেন, তা হলে এ দিকে বিল্ব গাছ লাগাবেন না।