ব্যবসায় ওঠা-পড়া, লাভ-ক্ষতি লেগেই থাকে। কিন্তু অনেক সময় প্রচেষ্টা ও কঠিন পরিশ্রম সত্ত্বেও ব্যবসায় লাভ হয় না। বাস্তু দোষ এর পিছনে অন্যতম বড় কারণ। এখানে এমন কিছু বাস্তু উপায় সম্পর্কে উল্লেখ করা হল, যা ব্যবসায় লাভের পথ প্রশস্ত করবে।
১. ব্যবসা লাভের জন্য ব্যবসা বৃদ্ধি যন্ত্র নিয়ে আসুন। কোনও শুভ ক্ষণে এই যন্ত্র স্থাপন করুন। প্রতিদিন এর পুজো করলে ব্যবসায় লাভ হবে।
২. শ্বেতার্ক গণেশ ও এখাক্ষী নারকেল স্থাপন করলেও ব্যবসা বৃদ্ধি সম্ভব। ব্যবসায় কোনও ধরনের সমস্যা থাকলে অফিসে শ্বেতার্ক গণেশ ও একাক্ষী নারকেল স্থাপন করতে পারেন। এর পর নিয়ম মেনে পুজো করুন ও সপ্তাহে একদিন মিষ্টির ভোগ অর্পণ করুন। অধিক সংখ্যক ব্যক্তিদের মধ্যে সেই ভোগ বিতরণ করবেন।
৩. বাস্তু শাস্ত্রে কচ্ছপকে অত্যন্ত শুভ মনে করা হয়। নিজের অফিসে ধাতু দিয়ে তৈরি কচ্ছপ রাখতে পারেন। এর প্রভাবে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সাফল্যের পথ খুঁজে পাবেন।
৪. বাস্তু অনুযায়ী শয়নকক্ষে ব্যবসা সংক্রান্ত ছবি লাগালেও ব্যবসার ওপর এর প্রভাব পড়ে। যেমন খাদ্য পদার্থের ব্যবসায়ীরা গরুর ছবি লাগান, ইলেকট্রনিক্সের ব্যবসা করে থাকলে শয়নকক্ষে ক্রিস্টাল লাগানো উচিত। ওষুধের ব্যবসায়ীদের সূর্যের ছবি লাগানো শুভ। এর ফলে ব্যবসা বৃদ্ধি হয়।
৫. বাস্তু মতে উত্তর দিকটি অর্থের দেবতা কুবেরের স্থান। বাড়ির উত্তর দিক দোষযুক্ত হলে জাতকের বুদ্ধি কাজ করে না এবং সে সময়ের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এর ফলে ব্যক্তির আর্থিক উন্নতিতে বাধা সৃষ্টি হয়। তাই উত্তর দিককে দোষমুক্ত করলে ব্যবসায় উন্নতি সম্ভব।