টাকা তাঁর কাছে আলাদা করে কোনও গুরুত্বপূর্ণ জিনিস নয়। বহু বার এই কথাই বলেছেন ইনফোসিস গ্রুপের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার নারায়ণ মূর্তি। যে কথা তিনি বলেন, সেটি যে বিশ্বাসও করেন, তা প্রমাণিতও হল আবার। তিরুপতির বালাজি মন্দিরে সোমবার তিনি এবং তাঁর স্ত্রী দান করলেন একটি সোনার শঙ্খ এবং একটি কচ্ছপ। তবে এই দু’টি জিনিস দানের পিছনে রয়েছে অন্য একটি উদ্দেশ্যও।
এমনিতেই মানুশের পাশে থাকা এবং দানধ্যানের বিষয়ে সুনাম আছে নারায়ণ এবং সুধা মূর্তির। করোনার সময়ে ত্রাণ তহবিলে ১০০ কোটি টাকার কাছাকাছি অনুদান দেন। সুধা মূর্তিও সেই সময়ে একই কথা বলেছিলেন। টাকা তাঁদের কাছে বড় কথা নয়।
(আরও পড়ুন: শ্রাবণ মাসের শুরু থেকেই ধনলাভ, ভগবান শিবের কৃপায় কোন ৪ রাশির ভাগ্যোদয় হবে?)
সংবাদমাধ্যমকে নারায়ণ মূর্তি বলেছিলেন, জীবনে প্রথম বার যখন ব্যবসা শুরু করেন, তখনও টাকা রোজগারের জন্য শুধু কাজটি করছেন— এমনটা ভাবেননি। বরং চেয়েছিলেন ভালো কিছু করতে। এমন একটি প্রতিষ্ঠান তৈরি করতে, যেখানে বহু মানুষের কর্মসংস্থান হতে পারে।
(আরও পড়ুন: ২৫ জুলাই বুধ চলেছেন সিংহে! ৪ রাশির ভাগ্য উজ্জ্বল, মিটবে টাকাকড়ির টানাটানি)
সেই ইনফোসিস তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারতের অন্যতম বড় প্রতিষ্ঠানগুলির একটি। নারায়ণ এবং সুধা মূর্তিও ভারতের অন্যতম নামজাদা শিল্পপতি হওয়ার পাশাপাশি নিজেদের সৎ উদ্দেশ্যের জন্য পরিচিত। এহেন মূর্তি দম্পতি তিরুপতিতে অভিষেক শঙ্খ এবং কচ্ছপের মূর্তি দান করলেন।
অনেকেই হয়তো জানেন, এক সময়ে মাত্র ১০ হাজার টাকা নিয়ে ইনফোসিস শুরু করেছিলেন নারায়ণ মূর্তি। সুধা মূর্তির কাছ থেকে সেই টাকাটি নিয়ে ব্যবসা শুরু করেন তিনি। আজ বাড়তে বাড়তে সেই প্রতিষ্ঠান প্রায় ৮০ বিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত হয়েছে। কিন্তু তার পরেও মূর্তি পরিবারের এই দুই সদস্য যে নিজেদের অতীত, তাঁদের শিকড় ভুলে যাননি, তা বার বার প্রমাণ করে দেন।