Ramzan 2023: রমজান মাস ইসলামের এক পবিত্র মাসে। ইসলামিক ক্যালেন্ডারের এই নবম মাসে রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা। দেখে নিন কবে থেকে শুরু রমজান মাস।
1/6ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 'রমজান' (Ramazan বা Ramzan বা Ramzaan বা Ramadan) হল নবম মাস। এই মাস অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই সময় মুসলমানরা ভোরে তাড়াতাড়ি উঠে সেহরি খেয়ে দিন শুরু করেন। এরপর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত আর কিছু খান না বা পান করেন না। একেই বলা হয় রোজা। (AFP)
2/6রোজা ভাঙা হয় সূর্যাস্তের পর। সেই সময় নমাজ পড়ে ইফতার পালন করা হয়। ইফতারে নানারকম খাবারের আয়োজন করা হয়। এই বিশেষ নিয়ম টানা ৩০ দিন চলে। (AFP)
3/6২০২৩ সালে ভারতে রমজান মাস শুরু হচ্ছে ২২ মার্চ বুধবার। চাঁদ দেখার পরের দিন থেকেই শুরু হয় রোজা। অর্থাৎ সেই দিন থেকে শুরু হয় রমজান মাসের গণনা। ২০২৩ সালে রমজান মাস ২২ মার্চ থেকে শুরু হয়ে শেষ হবে ২১ এপ্রিল। (AFP)
4/6২১ এপ্রিলের পরের দিন শনিবার ২২ এপ্রিল ইদলফেতর পালন করা হবে। তবে একেকটি দেশে একদিন এদিক ওদিক হয় এই তারিখ। দেখে নেওয়া যাক, এই বছর কোন দেশে কত তারিখ থেকে শুরু হচ্ছে রমজান মাস। (AFP)
5/6সৌদি আরবে ২৩ মার্চ রমজান মাস শুরু। ইদলফেতরের তারিখ ২১ এপ্রিল। দুবাই ও আবুধাবিতে রমজান মাসের পয়লা তারিখ ২৩ মার্চ। পাকিস্তানে এই তারিখ পড়েছে ২২ মার্চ। (AFP)
6/6ইন্দোনেশিয়াতে রমজান মাসের পয়লা তারিখ ২২ মার্চ, ইদলফেতর ২১ মার্চ। কাতারে ২৩ মার্চ থেকে শুরু এই বিশেষ মাস। দক্ষিণ আফ্রিকায় ২২ মার্চ থেকেই শুরু হচ্ছে রমজান। কুয়েতে ২৩ মার্চ শুরু হতে পারে রমজানের মাস। (AFP)